ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

একরোখা আর জেদি তিশা! (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
একরোখা আর জেদি তিশা! (ভিডিও)

অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেছেন। সেটা বেশি ঘটেছে টেলিভিশনের পর্দায়।

দীর্ঘদিন পর বড়পর্দায় আবারও ব্যতিক্রমী ভূমিকায় হাজির হতে যাচ্ছেন তিনি। কিশোরী তিশা বড় অবোধ, চঞ্চল, একরোখা আর জেদি!  ছবিটিতে তিশা এমনই ‘বহুরূপী’!

১৩ এপ্রিল রাতে নুতন তিশাকে পাওয়া গেলো ’অস্তিত্ব’ ছবির ট্রেলারে। অনন্য মামুন পরিচালিত ছবিটিতে তিশা বিশেষ মানুষের (বুদ্ধি প্রতিবন্দী কিশোরী) ভূমিকায় থাকছেন। আঁড়াই মিনিট ব্যাপ্তির এই ট্রেলারে চমক দেখিয়েছেন তিশা। এখানে একজন বুদ্ধি প্রতিবন্দী কিশোরী কীভাবে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেলো- সেই গল্প বলা হয়েছে। ছটিতে পরীরূপী তিশার নায়ক অারিফিন শুভ। তাকেও ভিন্নরকম চরিত্রে আবিস্কার করা গেলো। ছবিতে তিনি শিক্ষক।

সোমেশ্বর অলি ও অনন্য মামুনের চিত্রনাট্যে ‘অস্তিত্ব’ প্রযোজনা করেছেন কার্লোস সালেহ। ড্রিমবক্স লিমিটেডের ছবিটি মুক্তি পাবে আগামী মাসে। নির্মাতা জানান, দেশ ও দেশের বাইরেও মুক্তি দেওয়া হবে ছবিটি।

এতে আরও অভিনয় করেছেন সুচরিতা, সুব্রত, সুজাতা, জোভান, সৌমি, ডন প্রমুখ। ‘অস্তিত্ব’র গান তৈরি করেছেন ইবরার টিপু, প্রীতম হাসান ও নাভেদ পারভেজ।

* ’অস্তিত্ব’ চলচ্চিত্রের ট্রেলার :

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।