ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সেলফিতে তারকাদের বর্ষবরণ

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
সেলফিতে তারকাদের বর্ষবরণ (বাঁ থেকে) অনিমেষ আইচ, সুইটি ও রিপন দম্পতি, নুসরাত ইমরোজ তিশা ও ভাবনা

তারকার অভাব নেই! এ যেন তারকাদের মিলনমেলা। পহেলা বৈশাখে প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের আমন্ত্রণে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে জড়ো হন দেশের বিনোদন অঙ্গনের শিল্পী-কলাকুশলীরা।

শুভেচ্ছা বিনিময় ও আড্ডার পাশাপাশি তারা মেতে উঠেছিলেন সেলফি তোলায়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৪টা অবধি শিল্পীরা একে একে হাজির হন বৈশাখী শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে। কেউ এসেছেন একা, কেউ কেউ এসেছিলেন পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে। শুভেচ্ছা বিনিময় ও খাওয়ার ফাঁকে সবাই সেলফিতে ছিলেন মগ্ন। তাদের সেলফি তোলার কিছু মুহূর্তের আলোকচিত্র দেওয়া হলো।


* জাহিদ হাসান ও তার পুত্র জারিফের সঙ্গে অভিনেতা সিদ্দিক পরিবারের সেলফি।


* পরিচালক শিহাব শাহীনের সেলফিতে শিল্পী-কলাকুশলীরা।


* নামিরার সেলফিতে নিপুণ।


* তমালিকা কর্মকারের সেলফিতে অনিমেষ আইচ।


* (বাঁ থেকে) আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু, বৃন্দাবন দাস, আরমান পারভেজ মুরাজ, গোলাম ফরিদা ছন্দা ও শাহীন কবির টুটুল।


* নওশীনের সেলফি।


* নাদিয়ার সেলফিতে আনিসুর রহমান মিলন। পাশে শিল্পী সরকার অপু।


* আফজাল হোসেনকে মধ্যমণি করে অতিথিদের সেলফি।

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।