ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

‘মুসাফির’ আরিফিন শুভর বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
‘মুসাফির’ আরিফিন শুভর বর্ষবরণ

চিত্রনায়ক আরিফিন শুভ ‘মুসাফির’ বেশে আসছেন ভক্তদের সামনে। এটি মুক্তি পাবে আগামী ২২ এপ্রিল।

এ খবর ছড়িয়ে দিতে ব্যস্ত সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে রাজধানীর রবীন্দ্র সরোবরে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বর্ষবরণ করলেন ‘মুসাফির’ বাহিনী।

ছবিটির পরিচালক আশিকুর রহমান জানান, দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। রবীন্দ্র সরোবরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনে বর্ষবরণ করেছেন ‘মুসাফির’-এর শিল্পী ও কলাকুশলীরা। ছবির নায়ক আরিফিন শুভ ও নায়িকা মারজান জেনিফা সময় কাটিয়েছেন সেখানে।

শুভ জানান, এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে বছরের প্রথম দিনটি ভালো কেটেছে তার। ‘মুসাফির’ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ দেখে তিনি মুগ্ধ।

পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে জোবায়ের আলমের প্রযোজনায় নির্মিত ‘মুসাফির’ ছবিতে শুভ-মারজান ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান, প্রসূন আজাদ, সিন্ডি রোলিং, জাদু আজাদ ও রেবেকা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।