ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

প্রচারে এগোতে গিয়ে পেছালো ‘পরবাসিনী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
প্রচারে এগোতে গিয়ে পেছালো ‘পরবাসিনী’

বহুল প্রতীক্ষিত ছবি ‘পরবাসিনী’র সঙ্গে যুক্ত হলো চ্যানেল আই। মিডিয়া পার্টনার হিসেবে তারা এর প্রচার চালাবেন বলে জানা গেছে।

এ কারণেই পেছালো ‘পরবাসিনী’র মুক্তি।

পূর্বনির্ধারিত ২২ এপ্রিল নয়, চলতি বছরের ১৯ আগস্ট মুক্তি পাবে স্বপন আহমেদ পরিচালিত সায়েন্স ফিকশন ধাঁচের ছবিটি। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি বললেন, “আমরা চাই ‘পরবাসিনী’ আরেকটু প্রচারের আলোয় আসুক। প্রযোজনা প্রতিষ্ঠানও চাইছে, এ কারণেই মুক্তির তারিখ পেছানো হয়েছে। ”

ফলে নির্ধারিত সময় থেকে তিন মাস পিছিয়ে গেলো ছবিটি। ২০১২ সালে এর দৃশ্যায়ন শুরু হয়। তিন বছর ধরে চলে এর কাজ। গত বছর সেপ্টেম্বরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘পরবাসিনী’। এর আগেও ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিলো।

‘পরবাসিনী’তে ইমন জুটি বেঁধেছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ঋত মজুমদারেরে সঙ্গে। এ ছাড়াও আছেন সোহেল খান, ভারতের ঋত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী ও জুন মালিয়া প্রমুখ।

স্বপন আহমেদ জানান, ‘লাল টিপ’ ও ‘পরবাসিনী’র পর তৃতীয় ছবির কাজে হাত দিয়েছেন। এবারের কান উৎসব থেকে ঘুরে এসে নতুন ছবির ঘোষণা দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।