ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

জামালপুরে আবদুল্লাহ আল মামুন নাট্যপদক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
জামালপুরে আবদুল্লাহ আল মামুন নাট্যপদক আবদুল্লাহ আল মামুন

প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন ১৯৪২ সালের ১৩ জুলাই জন্মেছিলেন জামালপুরে। এই জেলার অন্যতম নাট্যদল থিয়েটার অঙ্গন।

‘অঙ্গন নাট্যোৎসব-২০১৬’ শিরোনামে আট দিনের নাট্যোৎসব শুরু করছেন তারা। তাই এ আয়োজনের সমাপনী দিনে দেওয়া হবে ‘আবদুল্লাহ আল মামুন নাট্যপদক ২০১৬’।  

‘জ্বেলে দিয়ে যাই আঁধার বিনাশী আলো’ স্লোগান নিয়ে আগামী ২৩ এপ্রিল উৎসব শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এতে জামালপুরের পাশাপাশি ঢাকা ও সিরাজগঞ্জের কয়েকটি নাট্যদল অংশ নেবে। জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে প্রদর্শনী। থাকছে নাটক বিষয়ক সেমিনার ও থিয়েটার আড্ডা।

উদ্বোধনী দিন দেশনাটক মঞ্চায়ন করবে আলী যাকেরের নির্দেশনায় ‘দর্পণে শরৎশশী’। ২৪ এপ্রিল থাকছে থিয়েটার অঙ্গনের প্রযোজনা ‘সং রং’। এর নির্দেশনা দিয়েছেন তাসমীম ফেরদৌস বিপাশা।

তৃতীয় দিন (২৫ এপ্রিল) সিরাজগঞ্জের নাট্যাধার মঞ্চায়ন করবে শাহীন রহমান নির্দেশিত ‘বিষাদ সিন্ধু’। ২৬ এপ্রিল থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের ‘মুল্লুক’। রচনা ও নির্দেশনায় বাকার বকুল।

২৭ এপ্রিল সাগর মুখার্জির নিদেশনায় নাট্যনীড় পরিবেশন করবে ‘আমার স্বাধীনতা ও বাংলাদেশের ইতিকথা’। উৎসবে অমৃত থিয়েটার মঞ্চায়ন করবে নতুন নাটক ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়’। মুক্তা আহমেদ নির্দেশনায় এটি মঞ্চস্থ হবে ২৮ এপ্রিল।

২৯ এপ্রিল ঢাকার দৃষ্টিপাত নাট্যদল পরিবেশন করবে তাদের নতুন প্রযোজনা ‘কয়লা রঙের চাদর’। রচনা ও নির্দেশনায় ম আ সালাম। নাট্যোৎসবের সমাপনী দিনে বঙ্গলোক পরিবেশন করবে ‘রূপচান সুন্দরীর পালা’। সাইফ সাইকের রচনা ও নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হবে ৩০ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।