ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় চার্লি চ্যাপলিন উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
ঢাকায় চার্লি চ্যাপলিন উৎসব চার্লি চ্যাপলিন

বিখ্যাত মূকাভিনেতা চার্লি চ্যাপলিনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের নিয়মিত চলচ্চিত্র প্রদশর্র্নীর ধারাবাহিকতায় শনিবার (১৬ এপ্রিল) শুরু হয়ে এটি চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

 

জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে চার্লি চ্যাপলিনের পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ও স্বল্পদৈর্ঘ্য বেশকিছু ছবি।  

শনিবার চ্যাপলিন ইউ টান’, রোববার (১৭ এপ্রিল) ‘মডার্ন টাইমস’ (১৯৩৬), ১৮ এপ্রিল ‘ইন দ্য গোল্ড রাশ’ (১৯২৫), ১৯ এপ্রিল ‘মাবেল’স ম্যারেড লাইফ’ (১৯১৪), ‘লাফিং গ্যাস’ (১৯১৪), ‘দ্য ফেস অন দ্য বার রুম ফ্লোর’ (১৯১৪), ‘রিক্রিশন’ (১৯১৪), ‘দ্য ম্যাসকুয়ারেডার’ (১৯১৪), ‘গুড ফর নাথিং’ (১৯১৪), ‘দ্য রাউন্ডারস’ (১৯১৪), ২০ এপ্রিল ‘দ্য ফায়ার ম্যান’ (১৯১৬), ‘দ্য অ্যাডভেঞ্চারার’ (১৯১৭), ‘অ্যা ডগস লাইফ’ (১৯১৮), ২১ এপ্রিল ‘অ্যা উইম্যান’ (১৯২৩), ‘দ্য ব্যাংক’ (১৯১৫), ‘দ্য রিংক’ (১৯১৬), ২২ এপ্রিল ‘দ্য পনশপ’ (১৯১৬), ‘বাই দ্য সি’ (১৯১৫) এবং ‘দ্য ইমিগ্রান্ট’ (১৯১৭)।

চার্লি চ্যাপলিনের জন্ম ১৮৮৯ সালের ১৬ এপ্রিল।  তার জন্মস্থান কোথায় তা নিয়ে সঠিক কোনো তথ্য নেই। তবে চলচ্চিত্র জীবনের শুরুর দিকে চ্যাপলিন নিজে বলেছিলেন, তিনি ফ্রান্সের ফঁতেউব্ল শহরে জন্মগ্রহণ করেছিলেন।  

শুধু নির্বাক চলচ্চিত্র দিয়েই পৃথিবীকে হাসাতে পেরেছিলেন চ্যাপলিন। একের পর এক সুপার কমেডি ফিল্ম উপহার দিয়ে তিনি বেঁচে আছেন হাসির মহারাজা হয়ে।

বাংলাদেশ সময় : ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।