ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

গানে-শুভেচ্ছায় যাত্রা শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
গানে-শুভেচ্ছায় যাত্রা শুরু

দেশীয় সংস্কৃতিতে অবদান রাখতে চালু হলো প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউট। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ ইনস্টিটিউটে শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিভাগের সার্টিফিকেট কোর্সের উদ্বোধন হয়েছে।

আগামী মাস থেকে শুরু হবে ক্লাস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চিত্রনায়ক ফারুক। রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও কণ্ঠশিল্পী দেবলীনা সুর গান গেয়ে শুনিয়েছেন। নেচেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। উপস্থাপনা করেন মডেল-অভিনেতা আলিফ ও শান্তা জাহান।

মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের পূর্ব পাশে ২০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে ইনস্টিটিউটের ক্যাম্পাস। চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মোহাম্মদ হোসেন জেমী। সংগীত ও শব্দ বিভাগে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা।  

মোহাম্মদ হোসেন জেমী জানান, পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কোর্স চালু করা হবে। শিক্ষার্থীরা এখান থেকে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত বিষয়ক নানা প্রয়োজনীয় বিষয় শিখতে পারবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।