ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আলিয়া ভাটের অবস্থা দেখুন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আলিয়া ভাটের অবস্থা দেখুন! ‘উড়তা পাঞ্জাব’ ছবির পোস্টারে আলিয়া ভাট

একেবারেই চেনা যাচ্ছে না! বহুল প্রতীক্ষিত ছবি ‘উড়তা পাঞ্জাব’-এর নতুন পোস্টারে আলিয়া ভাটকে প্রথম দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটাই মনে হতে পারে যে কারও।  

শনিবার (১৬ এপ্রিল) পোস্টারটি টুইটারে প্রথম শেয়ার করেন আলিয়ার বাবা মহেশ ভাট।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাহস আর ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব। ’

ছবিটিতে বিহারি অভিবাসী নারী শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। বিহারিদের ভাষা রপ্ত করার বেলায়ও পরিচালক অভিষেক চৌবেকে মুগ্ধ করেছেন তিনি।  

এর আগে পৃথক দুটি পোস্টারে শহিদ কাপুরকে রকতারকার মেজাজে আর কারিনা কাপুর খানকে চিকিৎসকের পোশাকে দেখেছে দর্শকরা। এতে পাঞ্জাবি সুপারস্টার দিলজিত দোসাঞ্জও আছেন। ‘উড়তা পাঞ্জাব’ মুক্তি পাবে আগামী ১৭ জুন।

বাংলাদেশ সময় : ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।