ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতায় মমর আরেক ছবি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
কলকাতায় মমর আরেক ছবি! জাকিয়া বারী মম-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাকিয়া বারী মম অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ সাত সপ্তাহ ধরে চলছে কলকাতায়। শুভর সঙ্গে তার এ ছবি সেখানেও প্রশংসিত হচ্ছে।

কলকাতার দর্শকরা এবার দেখবেন মমর অন্য অভিনয়। তবে পূর্ণ্যদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্য ছবিতে।  

২০১৪ সালে একটি ভিডিও ফিকশনে অভিনয় করেছিলেন এই লাক্স সুন্দরী। ঈদ উপলক্ষে এটি প্রচারিত হয় টিভি চ্যানেলে। ‘অক্ষয় কোম্পানির জুতো’ নামের ৪৫ মিনিট ব্যাপ্তির ছবিটিতে মমর সহশিল্পী এফএস নাঈম। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে ফেসবুকে তিনি এ খবর দেন।  

‘দুটি দেশ, দুটি ছবি, দুই বন্ধু, এক ভাষা’- এই প্রতিপাদ্য নিয়ে দুটি ছবির প্রদর্শনী করতে যাচ্ছে অলাভজনক সংগঠন সেভ হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির উদ্যোগে আগামী ২ মে বিকেল ৪টায় কলকাতার হো চি মিন সড়কের রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে দেখানো হবে মম অভিনীত ‘অক্ষয় কোম্পানির জুতো’। অন্য ছবিটি হলো কলকাতার সৌরভ দে পরিচালিত ‘কুজো’। এটি তৈরি হয়েছে সত্যি ঘটনা নিয়ে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।