ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

১৫ বছর পর নোবেল-মৌ জুটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
১৫ বছর পর নোবেল-মৌ জুটি মৌ ও নোবেল

এখন অহরহ ছেলেমেয়েরা কাজের সুযোগ পাচ্ছে বিনোদন অঙ্গনে। কিন্তু তাদের অনেকেই শেষ পর্যন্ত বিচ্যুত হয়ে যায়।

অথচ অনেকে কয়েক দশক ধরে দর্শকদের হৃদয়ে আছেন আলাদাভাবে। নোবেল ও মৌ তাদের মধ্যে অন্যতম। তাদের মতো জুটি আর হলো না! তাই নতুনদের উদ্দেশে মৌ বলেছেন, ‘ধৈর্যটা জরুরি। ধৈর্যধারণ করলে ভালো কাজের সুযোগ আসবে। ’

নোবেল ও মৌ যে সময়ে মডেলিং করতেন, তখন আর এখনকার বিজ্ঞাপনচিত্রের ধরণে এসেছে অনেক পরিবর্তন। তাদেরও বিষয়টা চোখে পড়েছে। মৌ বললেন, ‘বিজ্ঞাপনের ক্ষেত্রে এখন একটা পরিবর্তন এসেছে। আমরা নিজেরাও এ ধরণের কাজে অভ্যস্ত, সেটি হলো সংলাপ নির্ভরতা। আগে গ্ল্যামারটা বেশি গুরুত্ব দেওয়া হতো, এখন সংলাপের গুরুত্ব বেশি। ভালো গল্প হলে ভালো বিজ্ঞাপন হয়। ’

সংলাপের গুরুত্ব আছে প্রিয়জনের ফিরে আসার এমন গল্প নিয়ে সাজানো নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ। ফলে ১৫ বছর পর তাদেরকে আবার দেখা যাবে বিজ্ঞাপনে। এটি তৈরি হচ্ছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ‘উইন ব্যাক’ অফারের জন্য। রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় শনিবার (১৬ এপ্রিল) সকালে এর দৃশ্যধারণ হয়।  

গল্পে দেখা যাবে- তরুণী বসে আছেন রেস্টুরেন্টে। টিশার্ট পরা একজন তরুণ হাতে কিছু  ফুল আর উপহার নিয়ে হাজির। পুরনো সম্পর্ককে নতুন করে জোড়া দেওয়ার চেষ্টা তরুণের। কিন্তু তরুণী কি সায় দেবে ছেলেটির সরল ভালোবাসায়? নাকি তার জন্য থাকছে অন্য কোনো পরামর্শ?

নোবেল ও মৌ জুটি ১৫ বছর পর কাজ করা প্রসঙ্গে বললেন, ‘ভালো গল্প পেলে কাজ করতে বাধা নেই। আমরা কাজ করি বেছে বেছে। সেজন্য দর্শক আমাদের মনে রেখেছে বলতে পারেন। ’ 

মৌ বললেন, ‘নোবেলের সঙ্গে আবার বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করি, বিজ্ঞাপনটির কথা দর্শকের অনেকদিন মনে থাকেবে। ’

নোবেলের কথায়, ‘মডেল হিসেবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। তাই সমাজ ও দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। এজন্য বিজ্ঞাপনের মানের দিকে খেয়াল রাখতে হয়, তেমনি আবার পণ্যের মানের দিকটাও দেখতে হয়। সব মিলিয়ে বিজ্ঞাপনটি করার সিদ্ধান্ত নিয়েছি। এর গল্পটাও দারুণ। ’

মডেল-অভিনেতার বাইরে রবির সিনিয়র কর্মকর্তা হিসেবেও কর্মরত আছেন নোবেল। তিনি বললেন, ‘বিজ্ঞাপনে নিজের কর্মক্ষেত্র রবির হয়ে কাজ করছি বলে ভালোলাগাটা একটু বেশিই। ’

বাংলাদেশ সময় : ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।