ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

জেনেভা উৎসবে ‘কৃষ্ণপক্ষ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
জেনেভা উৎসবে ‘কৃষ্ণপক্ষ’

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হতে যাচ্ছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’। জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম অধিবেশনে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবিটি।

উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের আয়োজনে মোট চারটি ভেন্যুতে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ৩০টি দেশের ৮০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩০টি প্রামাণ্যচিত্র। ‘কৃষ্ণপক্ষ’ এরই একটি। গত ১১ এপ্রিল শুরু হওয়া উৎসবটির সমাপনী দিনে (১৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেল চারটায় জেনেভায় বহুল পরিচিত গ্রুটলি প্রেক্ষাগৃহে ছবিটি দেখানো হবে।

‘কৃষ্ণপক্ষ’ দেখার আগ্রহের কথা জানিয়েছে জেনেভা ও সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে থাকা প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি। জেনেভা স্থায়ী বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত এম শামীম আহসান এবং উপ-রাষ্ট্রদূত এম নজরুল ইসলাম ‘কৃষ্ণপক্ষ’ প্রদর্শনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম অধিবেশনে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ তিন সদস্যের প্রতিনিধি দল জেনেভায় পৌঁছেছেন। প্রতিনিধি দলে আছেন কনা রেজা ও চ্যানেল আইযের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান। তারা উৎসবের একাধিক ফোরামে যোগ দেবেন।

‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পায় গত ২৬ ফেব্রুয়ারি। এখনও এটি চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ছবিটিতে অভিনয় করেছেন রিয়াজ, মাহিয়া মাহি, ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, পূজা চেরি, রফিকুল্লাহ সেলিম, ফারুক আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০০১০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।