ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মমতাজের চোখে জল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
মমতাজের চোখে জল! শারমীন ও মমতাজ

নিজের গাওয়া গান প্রতিযোগীদের গলায় শুনে লোকসংগীতের সম্রাজ্ঞী মমতাজের চোখে জল চলে এলো! এ দৃশ্য দেখা গেছে ‘আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান’ প্রতিযোগিতার দৃশ্যধারণে।  

শারমীন নামের এক প্রতিযোগী গেয়েছেন ‘বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে/আমার বুকেরও উপরে রে/আমি আপন ভাইবা সব দিছি তোমারে’।

তখন অতিথি বিচারকের আসন ছেড়ে মঞ্চে এসে শারমীনকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন মমতাজ।  

বাংলার প্রত্যন্ত অঞ্চলের মাটি ও শেকড়ের সুর নিয়ে আয়োজিত লোকসংগীতের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’-এ এবার থাকছে মমতাজ স্পেশাল। নিজের গাওয়া গানগুলো প্রতিযোগীদের কণ্ঠে শুনে আবেগাপ্লুত তাকে চোখের জল মুছতে দেখা যায় বারবার।

বিশেষ এই পর্বে মমতাজের সামনে সংগীত পরিবেশন করে ৯ প্রতিযোগী। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে কঠিন মুহূর্ত অতিক্রম করে সরাসরি মূলমঞ্চে ‘মমতাজ স্পেশাল’ পর্বে সংগীত পরিবেশনের সুযোগ পেলো বিল্লাল, সুজিতা, অংকন, রিজভী, শারমীন, ইলমা, আল আমীন, ডালিম ও ঝুমু।  

প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু। অনুষ্ঠানে আরও ছিলেন মেন্টর জাজ ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দ। উপস্থাপনায় অপু মাহফুজ ও সিজিল মির্জা। পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। ২০তম পর্বটি সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ও মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।