ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

পুরস্কার না পেলে কাঁদবেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
পুরস্কার না পেলে কাঁদবেন শাহরুখ! ‘ফ্যান’ ছবির দৃশ্যে শাহরুখ খান

তিনি জানেন দর্শকদের সঙ্গে কীভাবে যুক্ত থাকা যায়, কীভাবে দর্শকদের নাড়িনক্ষত্রকে উজ্জীবিত রাখা যায়, তিনি রসিকতায় দারুণ দক্ষ, তার সব কথাই জাতীয় খবরের শিরোনাম হয়ে যায়। সর্বোপরি তিনি ভারতের সেরা সুপারস্টারদের মধ্যে অন্যতম।

ফলে শাহরুখ খান জয়-পরাজয় যা কিছুই বলেন, সবার মনোযোগ সেদিকেই যায়। তার ওপর গত ২৫ বছরে পাঁচশ’রও বেশি পুরস্কার জিতেছেন তিনি। তার নতুন ছবি ‘ফ্যান’ মুক্তির পর থেকে বক্স অফিসে ভালো প্রতিক্রিয়া পাচ্ছে। ব্যবসায়িক ফলের পরও এতে সুপারস্টার ও তার অন্ধভক্তের দ্বৈত চরিত্রে শাহরুখের দুর্দান্ত কাজ উপেক্ষা করা যায় না। তাই তার মনে হচ্ছে, ‘ফ্যান’ ছবির জন্য পুরস্কারের যোগ্য তিনি।

পুরস্কার নিয়ে শাহরুখের মুখ থেকেই কথাটা সরাসরি শোনা গেলো। ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘এ ছবিতে আমার চরিত্রের জন্য এবার পুরস্কার না পেলে পুরস্কার ছিনিয়ে নেবো নয়তো কেঁদে দেবো। ’

শাহরুখের মতো তারকার মুখে একথা শোনায় অবাক হয়েছেন অনেকে। কারণ তার ঘরে গেছে ৫২৫টিরও বেশি পুরস্কার। এ বছর তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন আমির খান (দঙ্গল), সালমান খান (সুলতান), অক্ষয় কুমার (রুস্তম)। শাহরুখের আরেক ছবি ‘রায়ীস’ও আসবে এ বছর। নিজেকে ও অন্য তারকাদের হটিয়ে পুরস্কার পান কি-না সেটাই এখন দেখার বিষয়।

বলিউড সুপারস্টার শাহরুখ খান কখনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথা নিয়ে প্রশ্ন তোলেননি। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে নিজের অভিনীত চরিত্রের জন্য পুরস্কার না পেলে এ ধরনের একটি অায়োজন বর্জনের কথা ভেবেছিলেন তিনি।

পুরস্কার প্রসঙ্গে শাহরুখের ভাষ্য, ‘আমি ৫২৫টিরও বেশি পুরস্কার জিতেছি, তাই পুরস্কারকে প্রশ্নবিদ্ধ করতে পারি না, তাছাড়া এগুলো আমার ভালোই লেগেছে। তবে বলিউডে পা রাখার শুরুর দিককার সময়ে আমার সাধারণ যুক্তি ছিলো, পুরস্কার না জিতলে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না। জানতাম পুরস্কার পাবো না, তাই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে মনে হলো, পুরস্কার জিততে হলে সৌজন্য দেখাতে হবে। তাই পুরস্কার না জিতলেই কেবল অনুষ্ঠানে পারফর্ম করার নিয়ম তৈরি করেছিলাম। এসব আয়োজনকে উদযাপন হিসেবেই দেখেছি, অন্য কোনো কারণ নেই। ’  

‘ফ্যান’ ছবিতে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত গৌরব চরিত্রটি দর্শকদের দারুণ মুগ্ধ করেছে। কিন্তু অনেকেই জানে না, সত্যি সত্যি তার এমন এক অন্ধভক্ত আছে।

বলিউড লাইফ জানিয়েছে, শাহরুখের পাগল ভক্ত দীপক কালরাকে মাথায় রেখেই গৌরব চরিত্রটি লেখা হয়েছে। ছবিটির গল্পে দেখা যায়, সুপারস্টার আরিয়ান খান্নার মতো দেখতে তার অন্ধভক্ত গৌরব। তার স্বপ্ন আরিয়ানকে নিজের হাতে ট্রফি তুলে দেওয়া। কিন্তু এটাকে পাগলামি মনে হয় আরিয়ানের। এরপর থেকে গৌরব হয়ে ওঠে বিপজ্জনক!

৫০ বছর বয়সী এই অভিনেতা জানান, গৌরবের ভূমিকায় অভিনয়ের সময় দীপকের কিছু বৈশিষ্ট্য অনুকরণ করেছেন তিনি। ভক্তের চরিত্রে অভিনয় করে কোনো তারকার সম্মান জানানোর ঘটনা সম্ভবত এটাই প্রথম। বলিউড বাদশা সত্যিই উদার।

মনীষ শর্মা পরিচালিত ‘ফ্যান’ দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়ে নিচ্ছে। তারকারাও মুগ্ধ ছবিটি দেখে। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া টুইটারে লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে দারুণ ছবি। ভাষায় বোঝাতে পারছি না। ছবিটি শেষে এসে নির্বাক করে দেয় দর্শককে। শাহরুখ খানই ভক্ত, ভক্তই শাহরুখ খান। তিনি গৌরব ও আরিয়ান হয়েছেন, মনেই হয় না তিনি শাহরুখ খান! কিন্তু তিনিই তো। এ এক পরাবাস্তব অভিজ্ঞতা। ’

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ফ্যান’ গত ১৫ এপ্রিল মুক্তির প্রথম দিনে ১৯ কোটি ২০ লাখ রুপি আয় করেছে। এখন পর্যন্ত এটি আয় করেছে ৫২ কোটি ৩৫ লাখ রুপি। ১০৫ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে ছবিটি।  

বাংলাদেশ সময় : ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।