ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ববির ছবিতে শতাব্দী রায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ববির ছবিতে শতাব্দী রায় শতাব্দী রায় ও ববি

জনপ্রিয় চিত্রনায়িকা ববি এখন প্রযোজকও। এ পরিচয়ে তার প্রথম মিশনের নাম ‘বিজলি’।

ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করবেন সুপারওম্যান চরিত্রে। চমকপ্রদ ব্যাপার হলো, ববির সঙ্গে থাকছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়।

শতাব্দী এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের বীরভূমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল থেকে ২০০৯ সালে সংসদ সদস্য হন তিনি। ‘বিজলি’র মাধ্যমে অনেকদিন পর চলচ্চিত্রে ফিরছেন শতাব্দী। এতে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যাবে বিজ্ঞানী ড. জেরিন চরিত্রে।  

এ প্রসঙ্গে ইফতেখার চৌধুরী বাংলানিউজকে জানান, ‘বিজলী’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শতাব্দী রায়। ছবিটির মহরতে যোগ দিতে আগামী ২৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বিজলি’র মহরত হবে।  

ছবিটিতে ববির সঙ্গে জুটি বাঁধভেন কলকাতার উদীয়মান নায়ক রণবীর। এরই মধ্যে তারা ফটোশুটে অংশ নিয়েছেন।  
 
ইফতেখার চৌধুরী এর আগে ‘খোঁজ-দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অগ্নি’, ‘অগ্নি-২’ প্রভৃতি ছবি পরিচালনা করে আলোচনায় এসেছেন।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।