ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আলিয়াকে নিয়ে সংশয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
আলিয়াকে নিয়ে সংশয় ‘উড়তা পাঞ্জাব’ ছবির দৃশ্যে আলিয়া ভাট

‘উড়তা পাঞ্জাব’ ছবিতে বিহারি অভিবাসীর চরিত্রে আলিয়া ভাটকে নেবেন কি নেবেন না তা নিয়ে সন্দিহান ছিলেন পরিচালক অভিষেক চৌবে। ২৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই এ কথা জানিয়েছেন।

ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে আলিয়া বলেন, “আমার মনে হয়, পরিচালক আমাকে নেবেন কি-না তা নিয়ে সংশয়ে ছিলেন। ছবিটিতে কাজ করতে পেরে আমি খুশি। আমার বাস্তব জীবনের চেয়ে এ চরিত্রটি পুরোপুরি আলাদা। বুঝতে পেরেছিলাম চেনা ছকের বাইরে বানানো হবে ছবিটা, এটাই হয়েছে। ’

বিহারি অভিবাসী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আলিয়া। শিখতে হয়েছে বিহারি ভাষা, যদিও ছবিতে তার সংলাপ খুবই কম। কিন্তু সব সংলাপই অর্থবহ। মহেশ ভাট-তনয়া বলেছেন, ‘পুরো এক মাস প্রশিক্ষকের কাছ থেকে বিহারি ভাষার ওপর তালিম নিয়েছি। আর আমাকে যে রকম দেখাচ্ছে সেটার পুরো কৃতিত্ব কস্টিউম ডিজাইনার ও পরিচালক অভিষেক চৌবের। ’

ছবিটিতে যুক্ত হওয়ার পেছনে সহশিল্পী শহিদ কাপুরকে ধন্যবাদ জানিয়েছেন আলিয়া। তার কথায়, ‘আমাকে এই চরিত্র এনে দেওয়ার জন্য শহিদকে ধন্যবাদ। আমি এ ছবির অংশ হতে চেয়েছিলাম। এমন সুযোগ সারাজীবনে কালেভদ্রে আসে। গল্পটা দারুণ। ’

পাঞ্জাবে মাদকের অপব্যবহারই ছবিটির বিষয়বস্তু। এতে শহিদ কাপুরকে দেখা যাবে মাদকাসক্ত একজন রকস্টারের ভূমিকায়। তার প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর খান অাছেন চিকিৎসক চরিত্রে। পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে পাঞ্জাবি সুপারস্টার দিলজিত দোসাঞ্জকে। এটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।