ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের আগে শেষ ক’দিনের আনন্দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
বিয়ের আগে শেষ ক’দিনের আনন্দ

হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ৩০ এপ্রিল প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের বন্ধনে জড়াতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

তাই দু’জনই এখন ব্যাচেলর পার্টিতে মেতে আছেন। সংসার জীবন শুরুর প্রাক্কালে হৈ-হুল্লোড় করছেন তারা।

প্রাক-বিয়ের অনুষ্ঠানে আনন্দ-ফূর্তির কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিপাশা। এগুলো দেখলেই বোঝা যায় তিনি এখন আছেন সপ্তম স্বর্গে! এর একটি নববধূর পোশাকে তোলা। আরেকটিতে ফ্রেম ধরে আছেন ৩৭ বছর বয়সী এই বাঙালি কন্যা। তাতে লেখা- ‘অনেক আকর্ষণীয় হতে চাই। ’

বিপাশা ক্যাপশনে লিখেছেন, ‘আমার ব্রাইডাল শাওয়ার। অসাধারণ নারীদের ভালোবাসা পাওয়া আমার জন্য আশীর্বাদের। এখানে আমার ঘনিষ্ঠ বন্ধু ও আমার বোনেরা আছেন। কি দারুণ রাতই না কাটলো! ধন্যবাদ সবাইকে। ’

ছবিগুলোর ক্যাপশনে বিপাশা আরও লিখেছেন- ‘বেলুন, ঝলমলে আলো, হৃদয়, ভালোবাসা, পাগলামি, নাচানাচি, হাসি ও স্মৃতি। ’ ব্রাইডাল শাওয়ার হলো হবু বধূর বিয়ের আগে তার বান্ধবীদের সঙ্গে উপহার আদানপ্রদানের পার্টি। এ অনুষ্ঠানে তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, হৃদয় আকৃতির বেলুনের মাঝে বসে আছেন বিপাশা। এ ছাড়া একটি বেলুনের মেধ্যে একে অপরকে জড়িয়ে ধরে আছেন করণ-বিপাশা।

অন্যান্য ছবিতে বিপাশার সঙ্গে আছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও বোনেরা। দুই বোন বিজেতা বসু ও বৈতালিকী ঘোষ উপহার দিয়েছেন সুদৃশ্যভাবে সাজানো ওয়েডিং প্ল্যানার। এতে বিপাশার নামের সঙ্গে আছে দুই বোনের মধুর বার্তা। তারা লিখেছেন, ‘প্রিয় দিদি, সবকিছুই এখন ডিজিটাল ও ইন্টারনেটভিত্তিক হয়ে গেছে। তবুও এর আবেদন কমেনি বলে মনে হচ্ছে আমাদের। ’ তারা আরও লিখেছেন, ‘অভিনন্দন! এখনও বিশ্বাস হচ্ছে না তুমি বিয়ে করতে যাচ্ছো। তোমার ও করণের জন্য ভালোবাসা ও শুভকামনা রইলো।

অন্যদিকে ব্যাচেলর পার্টি করতে গোয়ায় গেছেন ‘হেট স্টোরি থ্রি’ তারকা করণ। সঙ্গে আছেন ঘনিষ্ঠ বন্ধু ডিজাইনার রকি এস, দীপেশ শর্মা, অভিনেতা আইয়াজ খান ও অন্যরা। ৩৪ বছর বয়সী এই অভিনেতা পরেছিলেন ‘গ্রুম’ (বর) লেখা টি-শার্ট।

আগামী ২৮ এপ্রিল মুম্বাইয়ের জুহুর ভিলা সিক্সটি নাইন লাউঞ্জ বারে হবে মেহেদি অনুষ্ঠান। পরদিন (২৯ এপ্রিল) সকালে মুম্বাইয়ের খারে বিপাশার বাড়িতে বাঙালি রীতিতে মালাবদল করবেন দু’জন। চার হাত এক হওয়ার সময় থাকবেন শুধু দুই পরিবারের সদস্যরা।

একই দিন লোয়ার প্যারেলে অবস্থিত পাঁচতারকা হোটেল সেন্ট রেজিসে থাকছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এখানে দুই পরিবারের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে আসবেন বলিউডে উভয়ের কাছের বন্ধুরা। দুই পরিবারে এখন বিয়ের প্রস্তুতি চলছে জোরেশোরে।

এটি বিপাশার প্রথম বিয়ে হলেও করণের তৃতীয়। তিনি এর আগে বিয়ে করেন শ্রদ্ধা শর্মা ও জেনিফার উইঙ্গেটকে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।