ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দেব-ফ্রিডার বন্ধুত্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
দেব-ফ্রিডার বন্ধুত্ব

ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টোর সম্পর্কের পাট চুকে গেছে দুই বছর আগে। তবে এখনও তারা ভালো বন্ধু বলে জানিয়েছেন দেব।

২০০৮ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে অভিনয় করতে গিয়ে ফ্রিডা ও দেবের পরিচয় হয়। তারপর গড়ে ওঠে সখ্য। এরপর ছয় বছর প্রেমের সাম্পানে ভেসেছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেছে তাদের।

দেব জানান, এখনও ফ্রিডার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্ক থাকাকালীন তার সঙ্গে কাটানো স্মৃতিগুলো সবসময়ই মনে পড়ে ২৫ বছর বয়সী এই অভিনেতার। টাইমস উইকেন্ড ম্যাগাজিনকে তিনি বলেন, ‘ও অনেক ভালো আর অসাধারণ বন্ধু। আমার জীবনকে প্রভাবিত করা মানুষদের মধ্যে ও (ফ্রিডা) অন্যতম। শুধু চলচ্চিত্রের ক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনেও আমরা একসঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছি। তাই আমি ওকে সবসময় সম্মান দেখিয়ে যাবো। ’

আপাতত একাকী জীবন উপভোগ করছেন দেব। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজের নতুন বাড়িতে আর লন্ডনে পরিবারের সঙ্গে ব্যাচেলর জীবন ভালোভাবেই কাটছে তার। তিনি বলেন, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হলো আমার মা ও বড় বোন কোমল। তারা খুব স্পষ্টভাষী। আবেগপ্রবণ সময়গুলোতে আমাকে সামলে ওঠার শক্তি জোগান তারাই। আমি হলাম কর্মশক্তির বল! না ঘুমিয়েও পুর্ণোদ্যমে কাজ করে যেতে পারি আমি। সম্পর্ক কিংবা পরিবার ও সন্তান নিয়ে ভাবি না। আমি আর দশজন ছেলেদের মতোই ছুটির দিনগুলোতে বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় করি। ’

যোগ করে দেব বললেন, দেব আরও বলেন, ‘আমি পাগলাটে নই। আর তারকাকেন্দ্রিক মনোভাবও নেই আমার। আমি মাটিতে পা রেখে চলি সবসময়। কারণ অভিনয় পরিশ্রমের কাজ। খুব সকালে শুটিংয়ে গিয়ে প্রচুর একাগ্রতা নিয়ে থাকতে হয়। ’

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।