ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেম করতে চান ব্রিটনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেম করতে চান ব্রিটনি লিওনার্ডো ডিক্যাপ্রিও ও ব্রিটনি স্পিয়ার্স

প্রথমবার অস্কার জিতে হাওয়ায় ভাসছেন হলিউড অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও। এরপর তেকে মেয়েদের নজর যেন একটু বেশিই পড়ছে তার দিকে।

তাছাড়া প্রেমিকা ক্যালি রোরবাচের সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ায় পথটা আরও সুগম হয়েছে মেয়েদের জন্য। ৪১ বছর বয়সী এই অভিনেতাও তার নারী ভক্তদের পাগলামি বেশ উপভোগ করছেন।

এ তালিকায় আছেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্সও। হলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেম করতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি নিজের পুরনো ও ‘দ্য রেভেন্যান্ট’ তারকা ডিক্যাপ্রিওর একটি ছবি শেয়ার করেছেন ব্রিটনি।

এতেই ডিক্যাপ্রিওর প্রতি ব্রিটনির ভালোলাগার অনুভূতি প্রকাশ পেয়েছে। ক্লোজার ম্যাগাজিনকে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লিওর মনোযোগ আকর্ষণ করতে যে কোনো কিছু করতে রাজি ৩৪ বছর বয়সী গায়িকা। এমনকি লাস ভেগাসে নিজের কনসার্টের টিকিটও ব্যক্তিগতভাবে ডিক্যাপ্রিওর কাছে পাঠিয়েছেন ব্রিটনি। টুইটারে ব্যক্তিগতভাবে তাকে পেতে চেষ্টা করছেন মার্কিন এই সংগীতশিল্পী।

ইতিপূর্বে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে ব্রিটনি উল্লেখ করেন, তিনি কেবল দু’জন মানুষের বাগদত্ত হতে রাজি, অন্যজন হলেন ব্র্যাড পিট। কিন্তু তিনি অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ছয় সন্তান নিয়ে ঘর করছেন। সুতরাং ডিক্যাপ্রিওর সঙ্গেই তার বিয়ের সুযোগ রয়েছে। জানা গেছে, ব্রিটনির প্রতি লিওরও নাকি দুর্বলতা আছে। কয়েক বছর আগে এক পার্টিতে দু’জনে অনেকটা সময় কাটিয়েছেন। কিন্তু ব্রিটনি তখন একা ছিলেন না। দেখা যাক, ব্রিটনির সন্তানের সৎ বাবা হন কি-না ডিক্যাপ্রিও।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।