ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মহাখালী পেট্রোল পাম্পে নিরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
মহাখালী পেট্রোল পাম্পে নিরব

মহাখালী পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দাঁড়ালেন চিত্রনায়ক নিরব। তার কমলা রঙা গাড়িটা সহজেই দৃষ্টি কাড়ে সবার।

চলতি পথে এই পাম্পে এসে অনেকবারই গাড়ির জন্য তেল নিয়েছেন তিনি। কিন্তু এবার ভিন্ন অভিজ্ঞতা।  

তেলের পাম্পে ‘গেম রিটার্নস’ ছবির শুটিং করলেন নিরব। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে দেড় মাস পর আবার এর কাজ চলছে। পরিচালনা করছেন রয়েল খান। তিনি যৌথভাবে তৈরি করেছিলেন ‘গেম’ ছবিটি। সেটারই সিক্যুয়েল ‘গেম রিটার্নস’।  

তেলের পাম্পে কাজ করা প্রসঙ্গে নিরব বললেন, ‘এখানে আমি গাড়ির জন্য তেল নিতে আসি। আমার গাড়ি ভালো লেগে যাওয়ায় সেটা কিনে নিতে চায় মিশা সওদাগরের ছেলে। কিন্তু তাকে আমি জানাই, এটা বিক্রির জন্য নয়। কিন্তু সে নাছোড়বান্দা। এ কারণে আমাদের মধ্যে তর্কাতর্কি হয়। ’ 

মহাখালী থেকে ‘গেম রিটার্নস’ টিম গেছে সাতরাস্তার একটি গ্যারেজে। সেখানে নিরবের সঙ্গে যোগ দিয়েছেন নায়িকা লাবণ্য লি। ছবিটিতে নিরবের বিপরীতে তমা মির্জাও আছেন।

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনী ও সংলাপে ‘গেম রিটার্নস’ শুধু মারামারি নয়, একই সঙ্গে গানেরও ছবি। এর গানগুলো তৈরি করেছেন আরফিন রুমি ও বেলাল খান।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।