ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে হতে যাচ্ছে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ব ঘোষণার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে পাঁচ দিনব্যাপী জাতীয়ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এর আয়োজন করছে।

মঙ্গলবারের অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। বিকেল ৫টায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করবে কথা আবৃত্তি চর্চাকেন্দ্র, স্বরশ্রতি, মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র, স্বরব্যঞ্জন, ত্রিলোক, স্বরচিত্র, মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র, দৃষ্টি এবং সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র।

একক আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আশরাফুল আলম, লায়লা আফরোজ, বেলায়েত হোসেন, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, মো. আহ্কাম উল্লাহ্, অলোক বসু, ফয়জুল আলম পাপ্পু, মাসুম আজিজুল বাসার, ফখরুল ইসলাম তারা, আহসান উল্লাহ তমাল, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, ঝর্ণা সরকার, তামান্না তিথি, সুপ্রভা সেবতী, শিরিন ইসলাম, সাবিরা মাহবুব জনি, কাজী বুশরা আহমেদ তিথি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।