ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিপাশার বিয়ের প্রশ্নে জনের রাগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বিপাশার বিয়ের প্রশ্নে জনের রাগ

বিচ্ছেদ এমন একটা ব্যাপার যে সবার মধ্যে এটা তিক্ততা বাড়ায়। বলিউড তারকা জন অ্যাব্রাহাম আর বিপাশা বসুর বেলায়ও এমনটাই হয়েছে।

প্রাক্তন প্রেমিক-প্রেমিকা নিজেদের পুরনো সম্পর্ক নিয়ে কথা বলবেন না এটাই স্বাভাবিক। এ কারণেই বিপাশার বিয়ে প্রসঙ্গে প্রাক্তন প্রেমিক হারমান বেওয়েজা শুভকামনা জানালেও আরেক পুরনো প্রেমিক জন তা করলেন না।

গত ১৭ এপ্রিল রান্না বিষয়ক একটি বই প্রকাশনা অনুষ্ঠানে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বলিউড অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার বিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হয় জনের কাছে। কিন্তু তার রুক্ষ প্রতিক্রিয়া হতবাক করেছে সবাইকে। শুধু প্রশ্নই সরাসরি উপেক্ষা করেননি তিনি, সঙ্গে সাংবাদিকের মাইক্রোফোনটাকে ধাক্কা মেরে সরিয়ে চলে যান।

২০০২ সালে ‘জিসম’ ছবির কাজ করতে গিয়ে জনের সঙ্গে প্রেমে জড়ান বাঙালি সুন্দরী বিপাশা। ২০১১ সালের তাদের ছাড়াছাড়ি হয়। এরপর জন বিয়ে করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অর্থনৈতিক বিশ্লেষক প্রিয়া রানচালকে। অন্যদিকে বিপাশা সম্পর্কে জড়ান হারমানের সঙ্গে। কিন্তু বেশিদিন তা টেকেনি।

গত বছর ‘অ্যালোন’ ছবির কাজ করতে গিয়ে করণের সঙ্গে সখ্য গড়ে ওঠে বিপাশার। আগামী ৩০ এপ্রিল মুম্বাইয়ের খারে বিপাশার বাড়িতে বাঙালি রীতিতে বিয়ে করবেন দু’জনে। এখানে শুধু পরিবারের স্বজন ও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা থাকবেন। ওইদিনই সন্ধ্যায় সেন্ট রেজিস হোটেলে বলিউড তারকাদের জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।