ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের সঙ্গে এক শর্তে দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
সালমানের সঙ্গে এক শর্তে দীপিকা! সালমান খান ও দীপিকা পাড়ুকোন

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কবির খানের পরিচালনায় ‘মাঝদার’ ছবিতে দেখা যাবে তাদেরকে।

বলিউডে নিজের আট বছরের ক্যারিয়ারে এবারই প্রথম সল্লুর পাশে রূপালি পর্দায় যোগ দিচ্ছেন তিনি।

লক্ষণীয় ব্যাপার হলো, ছবিটিতে কাজ করতে সবুজ সংকেত দেখানোর আগে এক শর্ত জুড়ে দিয়েছেন দীপিকা। তিনি চেয়েছেন মজবুত একটা চরিত্র। সালমানের অন্যান্য ছবির নায়িকাদের মতো শুধু অলঙ্কার হয়ে থাকতে চান না ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। পরিচালক তাকে এ ব্যাপারে আশ্বস্ত করায় তিনি সম্মতি জানিয়েছেন। ‘মাঝদার’ মুক্তি পাবে ২০১৭ সালের ঈদে।

সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’র (সোনম কাপুর) জন্য তাকে ভাবা হয়েছিলো। এমনকি সল্লুর আগামী ছবি ‘সুলতান’-এ (আনুশকা শর্মা) কাজ করার প্রস্তাবও এসেছে তার কাছে। কিন্তু ব্যাটে-বলে মেলেনি।

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে দীপিকা এখন অন্যতম। তিনি এখন হলিউডের ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবি নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে আছেন অ্যাকশন তারকা ভিন ডিজেল। এ ছবি মুক্তি পাবে আগামী বছরের গোড়ার দিকে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।