ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

শাওনের গানে মডেল দীপা, মিজান ও হেলেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
শাওনের গানে মডেল দীপা, মিজান ও হেলেন (বাঁ থেকে) দীপা খন্দকার, মাজনুন মিজান, পি জে হেলেন ও শাওন গানওয়ালা

‘ছুঁয়ে দিলে মন’-এর ‘দিন চলে যায় মাস চলে যায়’ গানটি দিয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী শাওন গানওয়ালা। এছাড়া নাটকের গানে কণ্ঠ দিয়েও পরিচিতি পেয়েছেন তিনি।

এবার প্রকাশ হলো তরুণ এই গায়কের নতুন সিঙ্গেল ‘এভাবে চাই’-এর ভিডিওচিত্র।

চমকপ্রদ ব্যাপার হচ্ছে, শাওনের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন টিভি নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দীপা খন্দকার ও মাজনুন মিজান। আরও আছেন নবাগতা মডেল পিজে হেলেন ও আপেল আহমেদ। আরেকটি বিষয় হলো, এর মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিও তৈরি করলেন জনপ্রিয় নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এর পৃষ্ঠপোষকও তিনি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) শাওন বাংলানিউজকে বলেন, “এভাবে চাই’ গানের ভিডিওর পরিকল্পনা আরিয়ানের। এটা মূলত তারই কাজ। আমি শুধু গানটি গেয়েছি। ভিডিওর গল্পটি প্রথমে গতানুগতিক মনে হলেও একটা বার্তা আছে। সেটা হলো, ভালোবাসা পুরনো হয় না কখনো। ’

‘এভাবে চাই’ গানটির কথা লিখেছেন আনোয়ার হোসেন আদর। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। সোমবার (১৮ এপ্রিল) দ্যাখো নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এটি। ভিডিওটি প্রকাশ করেছে কায়নাটিক নেটওয়ার্ক।

এদিকে সাম্প্রতিক কালের দেশীয় মিউজিক ভিডিওতে দুর্ঘটনায় নায়ক বা নায়িকার মৃত্যু দেখানোর কারণে অনেকেই বিরক্ত। অন্তর্জাল দুনিয়া এ নিয়ে বেশ সরগরম। এদিক দিয়ে ‘এভাবে চাই’ গানের ভিডিও ব্যতিক্রম নয়। এর ব্যাখ্যা দিয়ে শাওন বলেছেন, ‘আমার গানের ভিডিওটি দেখলে এখানকার মৃত্যুটি অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক বলে মনে হবে না। বিভিন্ন ঘটনার মাধ্যমে এখানে সময়োপযোগী একটি বার্তা দেওয়া হয়েছে। ’

মিউজিক ভিডিওটিতে গায়কের উপস্থিতি নেই। এ প্রসঙ্গে এই শাওন জানান, এটা আসলে মিউজিক্যাল ফিল্ম। এ কারণেই গল্পটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

* শাওন গানওয়ালার ‘এভাবে চাই’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।