ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দিঠি এখন…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
দিঠি এখন… দিঠি আনোয়ার

পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ারের মিউজিক ভিডিও ‘দিন যাবে কাল গুণে’। গানটি তার নতুন অ্যালবাম থেকে নেওয়া।

প্রায় ১০ বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সুকণ্ঠী এই গায়িকা।

বিয়ে, সংসার ও দেশের বাইরে থাকার কারণে গান প্রকাশে বিলম্ব হয়েছে বলে জানান তিনি। এক বছরেরও বেশি সময় ধরে আবারও কাজে মনোযোগী হয়েছেন দিঠি। স্টেজ ও টিভি লাইভ শো করছেন নিয়মিত। গানের পাশাপাশি একাধিক চ্যানেলে উপস্থাপনাও করছেন। তার নতুন গানগুলোর সুর-সংগীতায়োজন করছেন আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শফিক তুহিন, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। সেখান থেকে শফিক তুহিনের সুরে ‘দিন যাবে কাল ‍গুণে’ গানটির ভিডিও ছেড়েছেন দিঠি। এটি তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। দিঠির পাশাপাশি এতে মডেল হয়েছেন আলভি মামুন।

এদিকে একটি টিভি অনুষ্ঠানে দিঠি হাজির হচ্ছেন বাবা গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে। বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ গাজী মাজহারুল আনোয়ার-এর কালজয়ী গান গাইবেন দিঠি আনোয়ার। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তারা কথা বলবেন গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা বিভিন্ন বিষয় নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে বুধবার (২০ এপ্রিল) রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

* দিঠির ‘দিন যাবে কাল গুণে’র ভিডিও:

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।