ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

উপহার নিতে পছন্দ করেন না সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
উপহার নিতে পছন্দ করেন না সালমান

উপহার পেতে কার না ভালো লাগে! কিন্তু এ বিষয়ে বলিউড সুপারস্টার সালমান খান একেবারেই ভিন্ন। উপহার নিতে একদমই পছন্দ করেন না তিনি।

বরং দিতে পারলে খুশি হন। এমনটাই জানিয়েছেন তার সহশিল্পী জ্যাকুলিন ফার্নান্দেজ।

এ বিষয়ে জ্যাকুলিন বলেন, “সালমান কখনও কোনো উপহার গ্রহণ করেন না। সেই উপহার নিজের দাতব্য প্রতিষ্ঠান ‘বিইং হিউম্যান’-এ দিয়ে দিতে বলেন। ”

৩০ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, “সাহায্যের প্রয়োজন হলেই ওকে (সালমান খান) পাশে পাওয়া যায়। সে সব সময় নিজেকে প্রস্তুত রাখে কাউকে সাহায্য করার জন্য। এই জিনিসটি আমি নিজেও তার কাছ থেকে শিখেছি। আপনি যখনই তার সঙ্গে কথা বলবেন,  দেখবেন, সে ‘বিইং হিউম্যান’ প্রসঙ্গটি টেনে আনবে। এ ব্যাপারে তিনি খুব বেশি আবেগপ্রবণ! ক্যামেরার সামনে নয়, আঁড়ালেও এসব কথা বলেন তিনি। আমার মনে হয়, তিনি সবচেয়ে ভালো প্রশিক্ষক। সালমান আমার অনুপ্রেরণা। ”

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।