ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ক্ষমা চাইলেন জনি ডেপ ও তার স্ত্রী (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
ক্ষমা চাইলেন জনি ডেপ ও তার স্ত্রী (ভিডিও) সন্দীপন

গত বছরের মে মাসে ‘পাইরেস অফ দ্য সাইবেরিয়ান’-এর দৃশ্যধারণের জন্য অষ্ট্রেলিয়ায় গিয়েছিলেন জনি ডেপ। সে সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অ্যাম্বার হার্ড পোষা দুটি কুকুর পিস্তল ও বো।

অস্ট্রেলিয়া সফরে পোষা প্রাণী নিয়ে ভ্রমণের নিয়মকানুন না মানায় রীতিমতো আইনী ঝামেলায় পড়তে হয় এই তারকা জুটিকে। এ কারণে সোমবার (১৮ এপ্রিল) একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন জনি ডেপ ও তার স্ত্রী অ্যাম্বার হার্ড।

ভিডিওতে জনি ডেপ বলেন, ‘অস্ট্রেলিয়রা তাদের প্রাণিজগতের মতই স্বকীয়। এটি একেবারেই অনন্য একটি দেশ। একইসঙ্গে আন্তরিক এবং নিঃসংকোচ। আপনি যদি অস্ট্রেলিয়ার কোন আইন ভঙ্গ করেন, তবে সে ব্যাপারে আপনাকে কঠোরভাবেই জানাবে তারা। ’

অন্যদিকে অ্যাম্বার হার্ড বলেন, ‘অস্ট্রেলিয়া খুব সুন্দর একটি দেশ। আর এ দেশের অমূল্য এই প্রাণী, প্রকৃতি ও মানুষকে রক্ষা করতে হবে। রোগব্যাধি আর নানা ধরনের দূষণ, যা পৃথিবীর অনেক দেশেই আছে, তা থেকে মুক্ত অস্ট্রেলিয়া। এ কারণেই দেশটির জন্য এমন জোরালো বায়ো-সিকিউরিটি আইনের প্রয়োজন আছে। পিস্তল ও বো-এর বিষয়টি না জানানোর জন্য আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। ’

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের ক্ষমা চাওয়ার সেই ভিডিও :

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।