ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

কিশোরের সঙ্গে নেপালি নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
কিশোরের সঙ্গে নেপালি নায়িকা সুরবীণা ও কিশোর

সংগীতশিল্পী কিশোরের নতুন মিউজিক ভিডিওতে মডেল হলেন নেপালের জনপ্রিয় চিত্রনায়িকা সুরবীণা। ‘তোলপাড়’ শিরোনামের গানটির কাজে কিশোর এখন নেপালে।

সেখানকার কিছু স্থানে গত দু’দিন ধরে চলছে এর দৃশ্যধারণ।

মুঠোফোনে কিশোর জানান, ব্যয়বহুল মিউজিক ভিডিওটি যৌথভাবে প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবং দ্য রেইন পিকচার্স। নির্দেশনা দিচ্ছেন এফআই শাহীন।

সিএমভি থেকে প্রকাশিত মিশ্র অ্যালবাম ‘তোলপাড়’-এর শিরোনাম গানটি যৌথভাবে লিখেছেন জয় শাহরিয়ার ও কিশোর। অ্যালবামটির পুরো সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর। এতে তার পাশাপাশি গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, তাহসান, ন্যানসি ও বেলাল খান।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।