ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

কানের লালগালিচায় হাঁটবেন ঐশ্বরিয়া-সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
কানের লালগালিচায় হাঁটবেন ঐশ্বরিয়া-সোনম (বাঁ থেকে) ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর দু’জনই লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত। সৌন্দর্য প্রসাধনী বিখ্যাত প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটবেন তারা।

 

তবে ঐশ্বরিয়া ও সোনম কবে দেখা দেবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। আগামী ১১ মে শুরু হবে এবারের কান উৎসব। চলবে ২২ মে পর্যন্ত।

গত বছর পঞ্চমবারের মতো কানের লালগালিচায় পা মাড়িয়েছেন সোনম। সর্বশেষ রাম মাধবানির ‘নির্জা’ ছবিতে দেখা গেছে তাকে। এর গল্প সাহসিকতার পরিচয় দিয়ে নিহত ২৩ বছর বয়সী বিমানবালা নির্জা ভানতের জীবন নিয়ে।  

অন্যদিকে ঐশ্বরিয়া এ পর্যন্ত কানে গেছেন চতুর্দশবারের মতো। তিনিও সত্যি ঘটনা নিয়ে নির্মিত ওমাঙ কুমারের ‘সর্বজিৎ’ ছবির প্রচারণা নিয়ে এখন ব্যস্ত। এতে ভারতীয় কৃষক সর্বজিৎ সিংয়ের বড় বোন দালবির কৌরের ভূমিকায় দেখা যাবে তাকে। মাতাল অবস্থায় ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়ায় গুপ্তচর সন্দেহে বন্দি থাকা ভাইকে ছাড়িয়ে আনতে ২৩ বছর সংগ্রাম করেন তার বোন। কিন্তু অন্য কয়েদিদের নৃশংস আক্রমণে সর্বজিতের মৃত্যু হয়। এ ছবি মুক্তি পাবে ২০ মে।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।