ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

ভারতযাত্রায় তিন তরুণের প্রথম ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
ভারতযাত্রায় তিন তরুণের প্রথম ছবি (বাঁ থেকে) সাইফ চন্দন, রওশন আরা নীপা ও রিয়াজুল রিজু

‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘মহুয়া সুন্দরী’- এই তিনটি ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন যথাক্রমে সাইফ চন্দন, রিয়াজুল রিজু ও রওশন আরা নীপা। তিনটি ছবিই প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

নিজেদের প্রথম ছবি নিয়ে এবার তিন নির্মাতা যোগ দিচ্ছেন ভারতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

আগামী ২১ থেকে ২৩ এপ্রিল ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে গোল্ডেন ট্রায়াঙ্গাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে আমন্ত্রণ পেয়েছেন সাইফ চন্দন, রওশন আরা নীপা ও রিয়াজুল রিজু। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছেড়েছেন চন্দন ও নীপা। ব্যক্তিগত কারণে উৎসবে যোগ দিচ্ছেন না রিজু।    

উৎসবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত সাইফ চন্দন। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। বাংলাদেশের তিনটি ছবি উৎসবে যোগ দিচ্ছে। ছবিগুলো আরও বেশি মানুষ দেখবেন, প্রতিক্রিয়া জানাবেন- এটা আমাদের নতুন কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। ’

জানা যায়, উৎসবে নির্বাচিত চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘মহুয়া সুন্দরী’। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি উৎসবে গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেবেন বিভিন্ন দেশের নির্মাতারা।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।