ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

‘চটপটি’র পর নীরবের ‘জান রে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
‘চটপটি’র পর নীরবের ‘জান রে’ নীরব খান

‘চটপটি’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন নীরব খান। তারেক মাহমুদ পরিচালিত ছবিটি এখনও মুক্তি পায়নি।

দ্বিতীয় চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর নাম ‘জান রে’।  

নিরব বাংলানিউজকে বলেন, ‘ছবিটির প্রযোজক কে পি জাহাঙ্গীর ভাই আমাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। গল্প না শুনেই রাজি হয়েছি চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা দেখে। পরে অবশ্য গল্প ও চরিত্রও খুব ভালো লেগেছে। আমি সাধারণত যেমন, ছবিতে আমার চরিত্রটা তেমন নয়। পুরো আলাদা। ’
 
রেডিও জকি (আরজে) হিসেবে খ্যাতি পাওয়ার পর নীরব খান ব্যস্ত হয়ে পড়েন নাটক, বিজ্ঞাপনচিত্র ও উপস্থাপনায়। নাম লেখান চলচ্চিত্রেও। এরই ধারাবাহিকতায় শুটিং শুরু করবেন ‘জান রে’ ছবির। বৃহস্পতিবার এর মহরত হওয়ার কথা। নীরব ক্যামেরার সামনে দাঁড়াবেন আগামী জুনে।    

নীরব খান জানান, নতুন ছবিটি পরিচালনা করবেন রাহুল রৌশন। ছবিতে আরও থাকছেন শিপন মিত্র, নিঝুম রুবিনা, মিশা সওদাগর, কাবিলা, দুলারী প্রমুখ।

এদিকে ‘চটপটি’র পর ‘সেফটিপিন’ নামে একটি ছবির কাজ শুরু করেছিলেন নীরব। দেবজ্যাতি ভক্তর পরিচালনায় ছবিটি থেকে সরে এসেছেন তিনি। এ নিয়ে মন্তব্য করতে নারাজ জনপ্রিয় এই উপস্থাপক ও মডেল।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।