ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নৃত্যাঞ্চল উৎসবে নাচবে বিশেষ শিশুরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
 নৃত্যাঞ্চল উৎসবে নাচবে বিশেষ শিশুরা

নৃত্যের জনপ্রিয় জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। তাদের সংগঠন নৃত্যাঞ্চল আয়োজন করেছে নৃত্য উৎসবের।

এর নাম নৃত্যাঞ্চল উৎসব। এখানে বড়দের পাশাপাশি নাচবে সুবিধা বঞ্চিত ও বিশেষ শিশুরা।  

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে তিন দিনের এই উৎসব। উৎসব চলবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত।

আয়োজকরা জানান, উৎসবের প্রথম দিন থাকছে শিবলী মোহাম্মদের পরিচালনায় ‘কত্থক নৃত্য’। এতে অংশ নেবেন নীপা ও নৃত্যাঞ্চলের শিল্পীরা।

দ্বিতীয় দিন ‘বাঁদী বান্দার রূপকথা’ অবলম্বনে নৃত্যাঞ্চল ও সৃষ্টি কালচারাল সেন্টারের সহযোগিতায় পরিবেশন করা হবে নৃত্যনাট্য ‘আলী বাবা চল্লিশ চোর’। এটি পরিচালনা করবেন সুকল্যাণ ভট্টাচার্য্য।

উৎসবের তৃতীয় দিন থাকছে সুবিধা বঞ্চিত ও বিশেষ শিশুদের জন্য নৃত্যানুষ্ঠান ‘নন্দনমঞ্চ’।

এসব অনুষ্ঠান উপভোগ করতে হলে সংগ্রহ করতে হবে টিকেট। টিকিট পাওয়া যাচ্ছে রঙ ফ্যাশন হাউসের উত্তরা, বনানী, বেইলি রোড ও ধানমন্ডি আউটলেটে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।