ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

‘বন্ধু তোমারই খোঁজে’ ৫০

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
‘বন্ধু তোমারই খোঁজে’ ৫০ (বাঁ থেকে) জুয়েল আইচ ও ইভান

সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য মানুষদের নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’র ৫০তম পর্বে অতিথি হলেন জাদুশিল্পী জুয়েল আইচ। তিনিও বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করেছেন।

এর চিত্রায়ন হয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যানে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।  এনটিভির জ্যেষ্ঠ প্রযোজক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘এ অনুষ্ঠানের পরিকল্পনা আমার ১০ বছর আগের। মানুষের প্রতি মানুষের বন্ধুত্বের জায়গাটা কতো বিশাল তা তুলে আনার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা, এই সময়ে এসেও অনুষ্ঠানের স্বকীয়তা বজায় রাখতে এটি কোনো বিজ্ঞাপনদাতার দ্বারস্থ হয়নি। ’ 

‘বন্ধু তোমারই খোঁজে’ উপস্থাপনা করছেন ইভান সাইর। তিনি বলেন, ‘আমি সবসময় বলি এ আয়োজন উপস্থাপনা করতে পারা আমার জন্য আশীর্বাদের। ’

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।