ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

পঞ্চম, মুন এবং ‘মুনজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
পঞ্চম, মুন এবং ‘মুনজ’ মুনজ ব্যান্ডের সদস্যরা

ভিন্নধারার গানে জনপ্রিয়তা পেয়েছেন সংগীতশিল্পী অটামনাল মুন। ‘পেপার’, ‘ফাতেমা’ প্রভৃতি গানে শ্রোতাদের মন জয় করেছেন।

আলোচিত ব্যান্ড আর্কের প্রাক্তন এই সদস্য এবার নেমেছেন নতুন মিশনে। গড়েছেন নতুন ব্যান্ড। এর নাম ‘মুনজ’।     

ব্যান্ডের নাম ‘মুনজ’ কেন- এমন প্রশ্নের জবাবে মুন বলেন, “নাম হতে পারতো মুন অ্যান্ড ফ্রেন্ডস বা এরকম কিছু একটা। কিন্তু পছন্দ হলো না। পরে ভাবতে ভাবতে এলো ‘মুনস’। বৃহান নামে এক ভাই পরামর্শ দিলেন, ‘মুন’-এর শেষের ‘এস’ বাদ দিয়ে ‘জেড’ যুক্ত করার জন্য। এটা মনে ধরলো। ”

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে আলাপকালে মুন বাংলানিউজকে জানান, নিজের ছোট ভাই শুভ থাকছেন এই ব্যান্ডে। তিনি বাজাবেন গিটার। এ ছাড়া বিভিন্ন সময়ে আর্ক-এ কাজ করেছেন এমন দু’জনও থাকছেন ‘মুনজ’ ব্যান্ডে। তারা হলেন বেজ গিটারিস্ট ও গায়ক পঞ্চম এবং ড্রামস বাদক রেজওয়ান।  

এদিকে আর্ক বিলুপ্ত হয়ে গেলে দীর্ঘদিন আঁড়ালে ছিলেন পঞ্চম। এর মাঝে একাধিক ব্যান্ড গঠন করলেও গানে ফেরা হয়নি সেভাবে। ছোট ভাই পঞ্চম ও মুনজ ব্যান্ডের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।   

২০১৪ সাল থেকে মঞ্চে সংগীত পরিবেশন করছে মুনজ। এবার একটু বড় পরিসরে দর্শক-শ্রোতার সামনে আসছেন তারা। শুক্রবার (২২ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে দেশ টিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করবে মুনজ।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬ 
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।