ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

জাজের নতুন নায়িকা তামান্না ইসলাম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জাজের নতুন নায়িকা তামান্না ইসলাম! তামান্না ইসলাম

মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া কিংবা জলি নন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন ছবি ‘রক্ত’তে উপহার দিতে যাচ্ছে নবাগতা এক নায়িকাকে।

তাদের হাত ধরে রূপালি পর্দায় যাত্রা শুরু করা তিন জনপ্রিয় নায়িকার সঙ্গে যোগ হচ্ছে নতুন নাম।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মালেক আফসারীর পরিচালনায় নারীকেন্দ্রিক অ্যাকশন ঘরানার ছবিটিতে প্রধান নায়িকা হচ্ছেন তামান্না ইসলাম।  শান্তা মারিয়ম বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণী মিউজিক ভিডিওর সুবাদে পরিচিতি পেয়েছেন। তবে বিষয়টা এখন পর্যন্ত চূড়ান্ত নয়, গুঞ্জণ বলেই ধরা হচ্ছে।  

সব ঠিক থাকলে ‘রক্ত’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হবে তামান্নার। এতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত জিয়াউল রোশান। তার ডাকনাম রিক্ত। মিডিয়ায় তামান্নার পরিচিতিমূলক কাজ আরফিন রুমির গাওয়া ‘কিছু কথা আকাশে পাঠাও’-এর মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন তিনি।   

কয়েকদিন ধরে আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা না করায় চলছে জল্পনা-কল্পনা। প্রতিষ্ঠানটি এ নিয়ে মেতেছে ‘কৌশলী’ প্রচারে। ফেসবুকে চালু করা হয়েছে কুইজ। ‘রক্ত’র নায়ক-নায়িকার নাম বলতে পারলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে ৩৬ ইঞ্চি এলইডি টেলিভিশন! কুইজের উত্তরে বিদ্যা সিনহা সাহা মিম, তানজিন তিশা, পরী মনি ও তামান্নার নাম আসছে। তবে শেষের দু’জনের একজন হতে যাচ্ছেন জাজের নায়িকা- এটা মোটামুটি নিশ্চিত।  

অন্যদিকে তামান্নার ফেসবুকে জাজের কর্ণধার আব্দুল অাজিজের সঙ্গে তার তোলা একটি স্থিরচিত্র রয়েছে। এ নিয়ে অবশ্য তামান্নার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গণমাধ্যমে খবর আসার পর ছবিতে কাজ করছেন না বলে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তামান্না।   

এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন আব্দুল অাজিজও। তিনি বাংলানিউজকে জানান, আগামী ২৮ এপ্রিলের আগে এই যৌথ প্রযোজনার ছবি ও এর পাত্র-পাত্রী সম্পর্কে কিছু বলবেন না। ওইদিনই রাজধানীর একটি হোটেলে ‘রক্ত’র মহরত হবে। এবার দেখার পালা ‘রক্ত’ ছবিতে কে থাকছেন, পরী মনি নাকি তামান্না!

* তামান্নার মিউজিক ভিডিও : 

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।