ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নতুন পরিচয়ে জাহিদ হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
নতুন পরিচয়ে জাহিদ হাসান জাহিদ হাসান-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনয়ে জাহিদ হাসান দেশের সেরা অভিনেতাদের অন্যতম। তিন মাধ্যমেই তার পথচলা ও সুনাম দীর্ঘদিনের।

নির্মাণেও তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা।  

সবশ্রেণীর মধ্যে জাহিদের মতো জনপ্রিয় ব্যক্তিত্ব খুব কমই আছে। এসব ভাবমূর্তির জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে আরএফএল-এর ইলেকট্রনিক্স পণ্য ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

আগামী ২৩ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় প্রতিষ্ঠানটির সঙ্গে জাহিদের পাঁচ বছর মেয়াদি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তার অভিনয় জীবন নিয়ে তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। অনুষ্ঠানে দেখানো হবে এটি।  

জানা গেছে, ভিশন পণ্যের নতুন নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার পাশাপাশি এর প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেবেন জাহিদ। এ প্রসঙ্গে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলানিউজকে তিনি বললেন, ‘আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের ভিশন পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদা ব্যাপক। এ পণ্যের পক্ষে প্রথমবারের মতো কাজটা উপভোগ্য হবে আশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।