ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বাসন্তি বসতেই জমে উঠলো চায়ের দোকান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
বাসন্তি বসতেই জমে উঠলো চায়ের দোকান! ‘বাসন্তি টি স্টল’ নাটকে মুনিরা মিঠু ও প্রসূন আজাদ

অকর্মা ও নেশাখোর বাবার একমাত্র মেয়ে বাসন্তি। সংসারের প্রতি বাবার কোনো খেয়াল নেই।

মা অনেক কষ্টে সংসার চালান। এক পর্যায়ে তিনশ টাকা ভাড়ায় একটি চায়ের দোকান দেন। কিন্তু সেই দোকান তেমন চলে না। কিন্তু বাসন্তি বসা শুরু করতেই দোকান জমে ওঠে।  

গল্পটা ‘বাসন্তি টি স্টল’ নাটকের। বাসন্তির আকর্ষণে এলাকার যুবক, বৃদ্ধ অনেকেই দোকানে ভিড় করে। ফলে মা বাসন্তিকে পায়ে আলতা আর ঠোটে লাল লিপস্টিক মেখে নিয়মিত দোকানে বসতে বলেন। কিন্তু কাজটা করতে ভালো লাগে না বাসন্তির। তার মনে হয় মা তাকে দিয়ে ব্যবসা করছে। তবুও সংসারের কথা ভেবে কাজটা করতে হয়।  

নাটকটিতে বাসন্তি চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ। এ ছাড়াও আছেন প্রাণ রায়, মুনিরা মিঠু, ফজলুর রহমান বাবু প্রমুখ। লিখেছেন শহীদুল হক স্বপন, পরিচালনায় সোয়েব সাদিক। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।