ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

অপর্ণা যখন হাসপাতালে 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
অপর্ণা যখন হাসপাতালে  ‘তুমি মানে তোমার চলে যাওয়া’ নাটকে অপর্ণা ঘোষ

সারামুখ ঢেকে রাখা হয়েছে ব্যান্ডেজে। চোখ দুটো আর নাট-ঠোঁট কোনোরকম দেখা যাচ্ছে।

হাসপাতালে এভাবেই শয্যাশায়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ। তার এ অবস্থা হলো কীভাবে? দুশ্চিন্তার কারণ নেই। এটি একটি নাটকের দৃশ্য। এর নাম ‘তুমি মানে তোমার চলে যাওয়া’।

গল্পে দেখা যাবে- একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে শুভ্র। প্রতিষ্ঠানের মালিক একদিন অফিসে নিয়ে আসে তার লন্ডনফেরত ভাগ্নী সুজানাকে। প্রথম দেখাতেই সুজানার প্রেমে পড়ে যায় শুভ্র।  

এদিকে শুভ্রর বাবা তাকে মেয়ে দেখাতে নিয়ে যায় এক বন্ধুর বাড়িতে। সেই বন্ধুর মেয়েকে শুভ্র সব বলে বিয়ে ভেঙে দিলেও বন্ধুত্ব গড়ে ওঠে মেয়েটির সঙ্গে। মেয়েটি শুভ্রকে কথা দেয় সুজানাকে পাওয়ার জন্য তাকে সহযোগিতা করবে।

নাটকটিতে অপর্ণার সহশিল্পী চিত্রনায়ক আমিন খান। এ ছাড়াও আছেন হীরা, কাজী উজ্জ্বল প্রমুখ। ‘তুমি মানে তোমার চলে যাওয়া’ লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন তপু খান। এনটিভিতে শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে এটি।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।