ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বাবুর্চি হতে সাইফের প্রশিক্ষণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
বাবুর্চি হতে সাইফের প্রশিক্ষণ সাইফ আলি খান

হলিউডে দুই বছর আগে মুক্তি পাওয়া ব্যবসাসফল ছবি ‘শেফ’-এর হিন্দি সংস্করণ তৈরি হচ্ছে। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন সাইফ আলি খান।

তাই বাবুর্চিরা কীভাবে কথা বলেন, চলাফেরা করেন, সেসব সুক্ষ্ম বিষয়গুলো আয়ত্ত্বে আনতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।  

দারুণ এক জীবনযাপনের মধ্য দিয়ে সম্পর্ক ও নিজেকে খুঁজে পাওয়ার আবেগপ্রবণ গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। ভারতের পাঁচটি ভোজনরসিক শহরকে মাথায় রেখে সাজানো হচ্ছে চিত্রনাট্য। খাবার, ভ্রমণ ও বাবা-ছেলের সম্পর্কই এর মূল উপাদান। পরিচালকের দায়িত্বে থাকছেন ‘এয়ারলিফট’খ্যাত রাজা কৃষ্ণ মেনন। যৌথভাবে প্রযোজনা করবেন ভূষান কুমার ও বিক্রম মালহোত্রা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে দৃশ্যধারণ।

সাইফ বলেছেন, ‘এ ছবিতে কাজ করবো ভেবে আমি উচ্ছ্বসিত। জন ফ্যাভরিউ আসলেই জিনিয়াস। খাবার, সংগীত ও পরিবার সংক্রান্ত যে সমৃদ্ধ সংস্কৃতি ভারতে রয়েছে, সেটা ছবিটির মূলভাবের সঙ্গে দারুণ মিলে যায়। ’

জন ফ্যাভরিউ পরিচালিত ও অভিনীত ‘শেফ’-এর গল্পে দেখা গেছে লস অ্যাঞ্জেলসের একটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিকের সঙ্গে সৃজনশীল বিষয়ে মতৈক্য দেখা দেওয়ায় এক পেশাদার বাবুর্চি চাকরি ছেড়ে দেন। এরপর বন্ধু ও পুত্রকে নিয়ে ফুড ট্রাক চালু করেন তিনি। ছবিটিতে আরও ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, সোফিয়া ভারজারা, স্কারলেট জোহানসন, ডাস্টিন হফম্যান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।