ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

প্রিন্সের ১৬ গান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
প্রিন্সের ১৬ গান প্রিন্স রজার্স নেলসন (১৯৫৮-২০১৬)

প্রিন্সের জন্য গান লেখা ছিলো চিরতাড়না, অপ্রতিরোধ্য ক্ষমতা ও একই সঙ্গে আনন্দময়। ১৯৯২ সালে ‘ডায়মন্ডস অ্যান্ড পার্লস’ ট্যুরের সময় সংগীতচর্চা নিয়ে তিনি বলেছিলেন, ‘কোনো দৈবঘটনা নয়, প্রয়োজনীয়তার জন্যই তৈরি হয় গান।

এটা জীবনের অংশ, অনেকটা নিঃশ্বাস নেওয়ার মতো। ’

জীবদ্দশায় প্রায় এক হাজার গান গেয়েছিলেন প্রিন্স। এর বেশিরভাগই পেইসলি পার্কে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। এখানেই বৃহস্পতিবার (২১ এপ্রিল) লিফটে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর খবরে বিশ্বসংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।  

প্রিন্সের গানের মধ্যে ৫০ কিংবা ১০০ তালিকা তৈরি করা অসম্ভব ব্যাপার। তবে জনপ্রিয়তা ও ভক্তদের পছন্দের নিরিখে বিবিসি তার সংগীত জীবনের গুরুত্বপূর্ণ ১৬টি গানের তালিকা তৈরি করেছে।  

* সফট অ্যান্ড ওয়েট (অ্যালবাম : ফর ইউ, ১৯৭৮)
* ডার্টি মাইন্ড (অ্যালবাম : ডার্টি মাইন্ড, ১৯৮০)
* লিটল রেড কর্ভেট (অ্যালবাম : ১৯৯৯, ১৯৮২)
* হোয়েন ডোভস ক্রাই (অ্যালবাম : পার্পল রেইন, ১৯৮৪)
* ইরোটিক সিটি (অ্যালবাম : লেটস গো ক্রেজি, ১৯৮৪)
* কিস (অ্যালবাম : প্যারেড, ১৯৮৬)
* সামটাইমস ইট স্নোস ইন এপ্রিল (অ্যালবাম : প্যারেড, ১৯৮৬)
* ক্রিস্টাল বল (অ্যালবাম : ক্রিস্টাল বল, ১৯৮৬/১৯৯৮)
* ইউ গট দ্য লুক (অ্যালবাম : সাইন ও’ দ্য টাইমস, ১৯৮৭)
* ইফ আই ওয়াজ ইউর গার্লফ্রেন্ড (অ্যালবাম : সাইন ও’ দ্য টাইমস, ১৯৮৭)
* অ্যালফাবেট স্ট্রিট (অ্যালবাম : লাভসেক্সি, ১৯৮৮)
* জয় ইন রিপিটিশন (অ্যালবাম : গ্রাফিটি ব্রিজ, ১৯৯০)
* গেট অফ (অ্যালবাম : ডায়মন্ডস অ্যান্ড পার্লস, ১৯৯২)
* সেভেন (অ্যালবাম : লাভ সিম্বল, ১৯৯৩)
* ব্ল্যাক সোয়েট (অ্যালবাম : ৩১২১, ২০০৬)
* ব্রেকডাউন (অ্যালবাম : আর্ট অফিসিয়াল এজ, ২০১৪)

* লিফটে পাওয়া গেলো প্রিন্সের মৃতদেহ

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।