ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

দুই কারণে অস্ট্রেলিয়ায় সোলস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
দুই কারণে অস্ট্রেলিয়ায় সোলস

জনপ্রিয় ব্যান্ড সোলস এবার যাচ্ছে অস্ট্রেলিয়ায়। উদ্দেশ্য দুটি।

কনসার্ট ও মিউজিক ভিডিও নির্মাণ। আগামী ২৭ এপ্রিল পার্থ বড়ুয়ার নেতৃত্বে ঢাকা থেকে রওনা দেবে সোলসবাহিনী।  

দেশ-বিদেশে মঞ্চ মাতাতে অদ্বিতীয় সোলস। অ্যালবামে নিয়মিত না হলেও মঞ্চে ঠিকই পাওয়া যায় দলটিকে। দীর্ঘদিন পর সম্প্রতি নতুন গান ও ভিডিও ছেড়েছেন তারা। ‘চাই চাই’ শিরোনামের গানটি পছন্দ করেছেন ভক্তরা।  

বাংলানিউজের সঙ্গে আলাপে সোলসের কিবোর্ড বাদক মীর মাসুম বলেন, ‘কুড়ি দিনের ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছি আমরা। সেখানকার কয়েকটি শহরে গান করবো। এ ছাড়া একটি মিউজিক ভিডিও তৈরির কাজও হবে। গানটির শিরোনাম আপাতত বলা যাচ্ছে না। ’   

মাসুম জানান, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, সিডনি, ক্যানবেরা ও মেলবোর্ন শহরেআয়োজিত কয়েকটি কনসার্টে সংগীত পরিবেশন করবে সোলস। এর মধ্যে মেলবোর্নে দৃশ্যধারণ করা হবে গানটির। সব কাজ শেষে আগামী ১৪ মে দেশে ফিরবে সোলস।

সোলসের বর্তমান লাইনআপ- পার্থ বড়ুয়া (কণ্ঠ ও গিটার), নাসিম আলী খান (কণ্ঠ), আশিক (ড্রামস), মীর মাসুম (কিবোর্ড) ও রিয়েল (বেজ গিটার)।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।