ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মধ্যরাতে গল্প শোনাবেন অর্ণব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
মধ্যরাতে গল্প শোনাবেন অর্ণব অর্ণব-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গানের মানুষ অর্ণব। মঞ্চে সংগীত পরিবেশন করার সময় কথাও বলেন গুছিয়ে।

এবার কথার ঝাঁপি নিয়ে রাতজাগা দর্শকদের গল্প শোনাবেন তিনি। একটি টিভি অনুষ্ঠানে হাজির হচ্ছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

রাতজাগা দর্শকদের জন্য এই অনুষ্ঠানে আগত অতিথিরা জীবনের উত্থান-পতনের নানাদিক নিয়ে আলোচনা করেন। কথা বলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। অর্ণবও তা-ই করবেন। তার কথায় জানা যাবে, জীবনের অনেক অজানা কথা। ভক্তরাও টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে যোগ দিতে পারবেন অনুষ্ঠানে।  

সংগীতশিল্পী অর্ণব হাজির হচ্ছেন আরটিভির ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানে। এটি উপস্থাপনা করবেন মারিয়া নূর ও তৌসিফ। প্রযোজনা করেছেন সোহেল রানা। এটি প্রচার হবে শনিবার (২৩ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।