ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বিদায় জেমস বন্ড ছবির পরিচালক গাই হ্যামিলটন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
বিদায় জেমস বন্ড ছবির পরিচালক গাই হ্যামিলটন গাই হ্যামিলটন (১৯২২-২০১৬)

জেমস বন্ড সিরিজের চারটি ছবির পরিচালক গাই হ্যামিলটন আর নেই। গত ২০ এপ্রিল স্প্যানিশ দ্বীপ মাইওর্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বয়স হয়েছিলো ৯৩ বছর।  

প্রাক্তন জেমস বন্ড তারকা স্যার রজার মুর টুইটারে জানান, এমন চমৎকার একজন পরিচালকের চলে যাওয়ার খবরে ভীষণ মর্মাহত তিনি। তার মতে, ‘২০১৬ মোটেই ভালো নয়!’

হ্যামিলটনের পরিচালনায় ‘লিভ অ্যান্ড লেট ডাই’ (১৯৭৩) ও ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’ (১৯৭৩) ছবিতে অভিনয় করেন মুর। শন কনারি অভিনীত ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪) ও ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১) ছবি দুটিও পরিচালনা করেন তিনি।  

ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান ইওএন কর্মকর্তারা শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘বন্ড ছবির ফর্মুলা মূলত দাঁড়িয়েছে তার হাত ধরেই। বন্ড সিরিজে বিরাট অবদান রেখেছেন তিনি। আমাদের এই বন্ধুর মৃত্যুতে আমরা শোকাহত। ’

গাই হ্যামিলটন পরিচালিত ছবির তালিকায় আরও রয়েছে ‘দ্য ব্যাটেল অব ব্রিটেন’ (১৯৬৯), ‘ফোর্স টেন ফ্রম ন্যাভারন’ (১৯৭৮), ‘এভিল আন্ডার দ্য সান’ (১৯৮২), ‘দ্য মিরর ক্র্যাকড’ (১৯৮০)।

ইংল্যান্ডে পড়াশোনা করলেও হ্যামিলটনের পরিবার থাকতেন ফ্রান্সে। ১৯৩০-এর দশকে ফরাসি এক প্রযোজনা প্রতিষ্ঠানে তার ক্যারিয়ার শুরু হয় টি বয় হিসেবে। ব্রিটিশ পরিচালক ক্যারল রিডের সহকারী ছিলেন পাঁচ বছর। ৩০ বছর বয়স হওয়ার আগেই পরিচালক হতে চেয়েছিলেন তিনি।  

হ্যামিলটন পরিচালিত প্রথম ছবির নাম ‘দ্য কোলডিৎজ স্টোরি’ (১৯৫৫)। এরপর তিনি বানান “দ্য ডেভিল’স ডিসিপল” (১৯৫৯) ও ‘ফিউনেরাল ইন বার্লিন’ (১৯৬৬)। বন্ড ছবির প্রযোজক কাবি ব্রকোলি ছিলেন তার পুরনো বন্ধু। সেই সূত্রে এ সিরিজের দায়িত্ব পান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।