ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

গরম ভুলে নাচানাচি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
গরম ভুলে নাচানাচি! ‘গেম রিটার্নস’ ছবির দৃশ্য

‘গেম’ ছবির মতো এর নতুন কিস্তি ‘গেম রিটার্নস’ও হবে মারামারিতে ভরপুর। তাই প্রথম ধাপে শুধু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন ছবিটির নায়ক নিরব।

দ্বিতীয় ধাপে মারামারি ও নাটকীয়তার ফাঁকে হচ্ছে গানের চিত্রায়ন।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর লালবাগ কেল্লায় একটি গানে নিরবের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন নবাগতা লাবণ্য লিজা। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।  

এ গানের কথা এমন- ভালো লাগা গেছে বেড়ে/কই যাবো তোকে ছেড়ে/এতো মায়া তোর নামে/তুই যে ডানে তুই বামে...চল না আজ হারাই দু’জন আকাশ নীলে/একটা প্রেম বসত গড়ি দু’জন মিলে। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন বেলাল খান। তার সঙ্গে এটি গেয়েছেন উপমা। গানটি লিখেছেন মাহতাব হোসেন।  

লালবাগ কেল্লায় দৃশ্যধারণের অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেছেন, ‘এখন চারদিকে প্রচন্ড গরম। এই পরিস্থিতিতেই খোলা আকাশের নিচে কাজটা করছি আমরা। গরমের কথা ভুলে সবাই আন্তরিকভাবে কাজটা করেছে। গান, নাচ আর নির্মাণ- সব মিলিয়ে গানটির ভিডিও দেখলে দর্শকরা মুগ্ধ হবেন আশা করি। ’ 

রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবিতে আরও আছেন তমা মির্জা, মিশা সওদাগর প্রমুখ। এর কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।