ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

মায়ের জন্যই এতোকিছু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
মায়ের জন্যই এতোকিছু

৫১তম জন্মদিনে বিশেষ এক ইচ্ছার কথা জানিয়েছিলেন আমির খান। মা জিনাত হুসাইন ছোটবেলায় বেনারসের যে বাড়িতে থাকতেন, সেটি কিনতে চান তিনি।

স্মৃতিবিজড়িত এই বাড়িটি মাকে উপহার দেওয়াই আমিরের ইচ্ছা। তবে এনডিটিভির দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, মায়ের এই ইচ্ছা পূরণ করা খুব একটা সহজ হচ্ছে না বলিউডের এই সুপারস্টারের জন্য।

বেনারসে অবস্থিতি ওই বাড়িটির নাম ‘খাজা মঞ্জিল’। বর্তমানে এই বাড়ির মালিক মোট তিনজন। বাড়িটি কেনার জন্য বেশ চেষ্টা করে যাচ্ছেন আমির খান, তবে সেটা আপাতত দুঃসাধ্য বলেই মনে হচ্ছে। একে তো অংশীদারি মালিকানার কারণে বাড়ির দখলদারিত্ব নিয়ে রয়েছে গোলযোগ, তার ওপর তিন মালিকের মধ্যে দু’জন বাড়িটি বিক্রি করতে রাজি নন। এমনকি, আমিরের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলতেও রাজি হননি তাদের কেউ।

আমিরের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘ওই দুই মালিকের সঙ্গে কথা বলার জন্য এরই মধ্যে কয়েকবার চেষ্টা করা হয়েছে। তবে একবারও চেষ্টা সফল হয়নি। তবে ৫১ বছর বয়সী এই অভিনেতা এখনো আশা ছাড়ছেন না। তিনি শুধু বাড়ির মালিকদের সঙ্গে নয়, স্থানীয় লোকজনকেও বোঝানোর চেষ্টা করছেন যাতে করে তারা এই বাড়িটি আমিরের কাছে বিক্রির জন্য মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। ’

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।