ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

সেরা সুন্দরী জেনিফার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
সেরা সুন্দরী জেনিফার জেনিফার অ্যানিস্টন

বর্তমান বিশ্বে সুন্দরী তারকাদের অভাব নেই। কিন্তু সবাইকে পেছনে ফেলে ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ওম্যান’ খেতাব জিতেছেন ৪৭ বছর বয়সী জেনিফার অ্যানিস্টন।

গত বছর এই খেতাবটি জিতেছিলেন হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলক।

হলিউডের এ তারকাকে ২০১৬ সালের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ওম্যান’ খেতাব দিয়েছে পিপলস ম্যাগাজিন। তবে এ খেতাব পাওয়ার খবর শুনে খুবই বিষ্ময় প্রকাশ করেছেন জেনিফার। তিনি মনে করছেন তাকে একটু বেশিই প্রশংসা করা হয়েছে।

পিপলস ম্যাগাজিনের দেওয়া এক সাক্ষ‍াৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে জেনিফার বলেন, ‘হায় ঈশ্বর এটি কি হলো! বিষয়টি খুব আনন্দের তবে আমার কাছে এটি এখন ছেলেমানুষি ব্যাপার। ’

তিনি আরও বলেন, গত কয়েক বছর তিনি তার বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে খেয়াল রাখছেন। বিশেষ করে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়েছেন তিনি। তার মতে, শারীরিক কসরত করেই আজ তিনি এতোটা সুন্দর হতে পেরেছেন।  

চলচ্চিত্রে যাত্রা শুরুর দিকে একজন এজেন্ট অ্যানিস্টনকে বলেছিলেন তিনি অনেক মোটা। এরপর থেকেই নিজের শরীরের প্রতি যত্নবান হন তিনি। নিজের ডায়েটের বিষয়ে হলিউডের এই অভিনেত্রী জানান, তার ডায়েটের মেন্যু খুবই ভয়াবহ। শুধু মিল্ক শেক এবং ফ্রেঞ্চ ফ্রাই খান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।