ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নাচ নিয়ে সাতদিনের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
নাচ নিয়ে সাতদিনের আয়োজন

আন্তর্জাতিক নৃত্য দিবস আগামী ২৯ এপ্রিল। গত ২৬ বছর ধরে দিবসটি পালন করে আসছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে তাদের যৌথ আয়োজনে ‘চিত্ত মম বিকশিত হোক নৃত্যের তালে তালে’ স্লোগান নিয়ে শনিবার (২৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা।  

এদিন বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সম্মুখে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত থাকবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ অনেক বরেণ্য ও প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী।

২৮ এপ্রিল পর্যন্ত জাতীয় চিত্রশালা প্লাজায় দেশের বিভিন্ন অঞ্চলের নৃত্য সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে মেলা ও নৃত্যানুষ্ঠান।  

সাতদিনের এই আয়োজনের সমাপনী হবে আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসে। ওনদিনের অনুষ্ঠানমালায় সকাল ৭টায় থাকছে একাডেমি প্রাঙ্গণ কফি হাউজে মঙ্গল নৃত্য। সকাল ৯টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে হাইকোর্ট সড়ক প্রেসক্লাব প্রদক্ষিণ করে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে এসে শেষ হবে এটি।  

সকাল ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সেমিনার উদ্বোধন করবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা বেগম লায়লা হাসান। এখানে থাকবে ‘বাঙলার শেকড়ের সংস্কৃতি ও বাংলাদেশে নৃত্য চর্চা’ শীর্ষক ড. শেখ মেহেদী হাসানের প্রবন্ধের ওপর উন্মুক্ত আলোচনা।  

জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আজীবন সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে দেশের বিশিষ্ট নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান ও আলোচনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি রেজওয়ানা চৌধুরী বন্যা।  

আলোচক হিসেবে থাকবেন নৃত্যগুরুমাতা বেগম রাহিজা খানম ঝুনু এবং শুভেচ্ছা জ্ঞাপন করবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, স্বাগত বক্তব্য প্রদান করবেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।