ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নিশো এবার রিকশা পেইন্টার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
নিশো এবার রিকশা পেইন্টার ‘উড়াল প্রেম’ নাটকে আফরান নিশো

লোকটা প্রান্তিক রিকশা পেইন্টার। নাম মিখাইল।

সে এক অর্থে পাগলা জাত আর্টিস্ট। এই শহরে কোনো মানুষের মৃত্যু যেন না হয় সেই ডিক্লেয়ার দেয়। তাই তাকে বলা যায় জীবনমুখী শিল্প কারিগর। কুসুম নামের একটি মেয়ে নিজেকে মেরে ফেলতে চায়, মিখাইল তার মধ্যেও আশা জাগিয়ে দেয় জীবনবোধের।  

‘উড়াল প্রেম’ নামের একটি নাটকে মিখাইল চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো। গল্পের শেষে এসে কুসুমের সঙ্গে জীবনের যূথচারিতা তৈরি হয় তার। সে বলে, মেয়েটা তার জীবনে এসেছে উড়াল বাতাসে করে! 

রিকশা পেইন্টারের চরিত্র, তাই কাজে এসে কাঁচি দিয়ে নিশো নিজেই সামনের অংশের চুল ছেটে নিয়েছেন। এ তথ্য দিলেন নাটকটির রচয়িতা ও পরিচালক মাহমুদ দিদার। মিখাইল চরিত্রের জন্য অনেক পেইন্টিং ও সরঞ্জামাদি ব্যবস্থা করতে হয়েছে তাদেরকে।  

উল্লেখযোগ্য ব্যাপার হলো, গত ১৮ এপ্রিল প্রথম দিন তীব্র গরমে কাজ করে সবাই অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে গেলেন নিশোও। এ কারণে শেষের দিন (১৯ এপ্রিল) আর কাজই করতে পারলেন না তিনি। এ কারণে আগামী ২৮ এপ্রিল হবে বাকি দৃশ্যায়ন।  

নাটকটিতে কুসুম চরিত্রে আছেন সোনিয়া হোসেন। এ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান। আগামী রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘উড়াল প্রেম’।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।