ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচ বছরের চুক্তিতে জাহিদ হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
পাঁচ বছরের চুক্তিতে জাহিদ হাসান

আরএফএল ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ভিশন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। আগামী পাঁচ বছর পণ্যটির বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি এর বিজ্ঞাপনেও মডেল হবেন তিনি।

 

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর কাওরানবাজারের একটি রেস্তোরাঁয় জাহিদ হাসান ও ভিশন-এর বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ এ সংক্রান্ত একটি চুক্তিস্বাক্ষর করেন।  
  
নতুন পরিচয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘ভিশন-এর মতো একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। ভিশন-এর পণ্য গুণগতমানের ও আধুনিক। আমার চেষ্টা থাকবে ভিশন ইলেকট্রনিক্সের পণ্যকে সবশ্রেণীর কাছে জনপ্রিয় করা। ’

অনুষ্ঠানে মাহবুবুল ওয়াহিদ বলেন, ‘জাহিদ হাসান একজন নন্দিত অভিনেতা। টিভি নাটক ও চলচ্চিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বহুমুখী প্রতিভার এ অভিনেতা ভিশনের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে ভূমিকা রাখবেন বলে আশা আমাদের। ’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।