ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

বড়পর্দার অতিথি জাহিদ হাসান

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
বড়পর্দার অতিথি জাহিদ হাসান জাহিদ হাসান- ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাঁচ বছর পর বড় পর্দার জন্য অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা জাহিদ হাসান। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘বিজলী’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে।

তবে অতিথি চরিত্রে থাকছেন তিনি।
 
শনিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ছবিটির মহরতে এ ঘোষণা দেওয়া হয়। জাহিদের চরিত্রটি কেমন? উত্তর দিতে গিয়ে রহস্য রেখে পরিচালক বললেন, ‘ঠান্ডা মেজাজের একজন মানুষ। এটা অতিথি চরিত্র। খুব বিশেষ একটা চরিত্র। লোকটা যে কোনো ধরনের হতে পারে। এটা জানতে হলে ছবিটা দেখতে হবে!’

ছবিটিতে আরও অভিনয় করছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। তিনিও মহরতের জন্য ওপার বাংলা থেকে এসেছেন। তার প্রসঙ্গে জাহিদ হাসান অনুষ্ঠানে বলেছেন, ‘তার অনেক ছবি দেখেছি। আমরা আমেরিকায় একসঙ্গে অনুষ্ঠানও করেছি। আজ অনেকদিন পর দেখলাম। দেখে ভালো লাগলো। আমরা একই ছবিতে কাজ করবো, এটাও আনন্দের ব্যাপার। ’

ছবিটির নাম ভূমিকায় থাকছেন ববি। তিনিই এ ছবির প্রযোজক। তার প্রতিষ্ঠানের নাম ববস্টার ফিল্মস।  ববির বিপরীতে ‘বিজলী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে কলকাতার ছেলে রণবীরের। তিনিও এসেছিলেন মহরতে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, দিলারা জামান, শিমুল খান, শিশুশিল্পী আরবাব সানজারা। নৃত্য পরিচালনা করবেন মাসুম বাবুল।  

সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেন জাহিদ হাসান। বড় পর্দায় তার অভিষেক হয় ১৯৮৬ সালে আব্দুল লতিফ বাচ্চুর ‘বলবান’ ছবির মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৯), মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ (২০০৭), আজমল হুদা মিঠুর ‘ঝন্টু মন্টু দুই ভাই’ (২০০৭), হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ (২০০৮), ‘প্রজাপতি’ (২০১১)।
 
বাংলাদেশ সময় : ০২১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।