ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

টম ক্রুজের নায়িকা হুমা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
টম ক্রুজের নায়িকা হুমা! টম ক্রুজ ও হুমা কুরেশি

প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর আরেক বলিউড সুন্দরীর অভিষেক হতে যাচ্ছে হলিউডে। তিনি হলেন হুমা কুরেশি।

তা-ও আবার টম ক্রুজের মতো বিখ্যাত তারকার সঙ্গে। খবর পিঙ্কভিলার।

হলিউডের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘দ্য মামি’র চতুর্থ কিস্তিতে দেখা যেতে পারে হুমাকে। এজন্য অডিশনও দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসেপুর’খ্যাত এই তারকা।  

‘দ্য মামি রিবুট’ নামের এবারের পর্বে টম ক্রুজের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করার সম্ভাবনা রয়েছে হুমার। সব ঠিক থাকলে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর স্বপ্নিল যাত্রা হতে যাচ্ছে হলিউডে। এখন তিনি প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচ‍ার্সের উত্তরের অপেক্ষায় আছেন।

অ্যালেক্স কার্টজম্যান পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করবেন হলিউড অভিনেত্রী সোফিয়া বাউটেলা। ‘দ্য মামি রিবুট’ মুক্তি পাবে ২০১৭ সালের জুনে।

বাংলাদেশ সময: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।